[email protected] রবিবার, ১৯ অক্টোবর ২০২৫
৪ কার্তিক ১৪৩২

কমিউনিটি ব্যাংকের ‘স্টার্টআপ নেস্ট’ উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৫ ৩:৩১ পিএম

সংগৃহীত ছবি

দেশের স্টার্টআপ ইকোসিস্টেমে নতুন অধ্যায় সূচনা করেছে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি।

ব্যাংকটি উদ্বোধন করেছে ‘স্টার্টআপ নেস্ট’, যা বাংলাদেশের প্রথম ব্যাংক-নির্ভর স্টার্টআপ অ্যাক্সেলারেটর কর্মসূচি

রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ব্যাংকের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক ও কমিউনিটি ব্যাংকের চেয়ারম্যান বাহারুল আলম, বিপিএম

‘স্টার্টআপ নেস্ট’-এর মাধ্যমে নতুন উদ্যোক্তারা পাবেন ব্যাংক হিসাব খোলা, পেমেন্ট ও কালেকশন সেবা, API ইন্টিগ্রেশনসহ আধুনিক ব্যাংকিং সুবিধা। পাশাপাশি থাকবে ব্যাংক পরিচালিত প্রশিক্ষণ, অভিজ্ঞ মেন্টরের দিকনির্দেশনা এবং ব্যাংকের কর্পোরেট ক্লায়েন্টদের সঙ্গে নেটওয়ার্ক গড়ে তোলার সুযোগ।

কমিউনিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) কিমিয়া সাআদত বলেন,

“আমরা শুধু লেনদেনের ব্যাংক নই, বরং উদ্যোক্তাদের সহযাত্রী হতে চাই। স্টার্টআপদের জন্য পুঁজির পাশাপাশি দিকনির্দেশনা ও সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। ‘স্টার্টআপ নেস্ট’ সেই পূর্ণাঙ্গ সহায়তা কাঠামো তৈরি করবে।”

ব্যাংকের এই নতুন উদ্যোগটি একদিকে দেশের তরুণ উদ্যোক্তাদের জন্য উদ্ভাবন ও বিকাশের নতুন সুযোগ সৃষ্টি করছে, অন্যদিকে ব্যাংকিং খাতকেও উদ্যোক্তাবান্ধব আর্থিক সেবা ব্যবস্থার নতুন মাত্রায় উন্নীত করছে। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর