কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি জলবায়ু পরিবর্তন ও টেকসই অর্থায়নে অগ্রণী ভূমিকা জোরদার করতে ক্লাইমেট অ্যান্ড ইএসজি অ্যাস্যুরেন্স নেটওয়ার্ক (CEAN Global)-এর সঙ্গে একটি কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেছে।
এই অংশীদারিত্বের মাধ্যমে ব্যাংকটি গ্রিন ব্যাংকিং, জলবায়ু ঝুঁকি ব্যবস্থাপনা ও টেকসই উন্নয়ন নীতিমালা কার্যক্রমে আরও গভীরভাবে সংযুক্ত করবে।
পাশাপাশি ব্যাংকের কার্যক্রম ও ঋণ পোর্টফোলিওতে পরিবেশ, সামাজিক দায়বদ্ধতা, সুশাসন ও জলবায়ু বিষয়ক (ESGC) নীতিমালা অন্তর্ভুক্ত করা হবে।
উদ্যোগটি বৈশ্বিক মানদণ্ড—যেমন TCFD, জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDGs) এবং বাংলাদেশ ব্যাংকের টেকসই অর্থায়ন নির্দেশিকার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
চুক্তির আওতায় সিয়ান গ্লোবাল কমিউনিটি ব্যাংককে অ্যাস্যুরেন্স, সেকেন্ড-পার্টি ওপিনিয়ন (SPO), এবং ডিজিটাল মেজারমেন্ট, রিপোর্টিং ও ভেরিফিকেশন (MRV) সেবা প্রদান করবে। পাশাপাশি জলবায়ু ও টেকসই উন্নয়নভিত্তিক কাঠামো প্রণয়ন, কার্বন ফুটপ্রিন্ট মূল্যায়ন এবং ব্যাংক কর্মকর্তাদের সক্ষমতা বৃদ্ধিতেও সহযোগিতা করবে।
স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন কমিউনিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) কিমিয়া সাআদত এবং সিয়ান গ্লোবালের প্রেসিডেন্ট অধ্যাপক ড. সুবর্ণ বড়ুয়া।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমিউনিটি ব্যাংকের হেড অব করপোরেট ব্যাংকিং ও হেড অব বিজনেস (ব্রাঞ্চ) ড. মো. আরিফুল ইসলাম, হেড অব সিআরএম হাসি রাণী ব্যাপারী, এবং সিয়ান গ্লোবালের অ্যাস্যুরেন্স সার্ভিসেসের অ্যাডভাইসর ড. অদিতি শামসসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
অনুষ্ঠানে কিমিয়া সাআদত বলেন,
“দায়িত্বশীল ব্যাংকিংয়ের অন্যতম মূল উপাদান হচ্ছে টেকসই উন্নয়ন। সিয়ান গ্লোবালের সঙ্গে এই অংশীদারিত্বের মাধ্যমে বাংলাদেশে স্থিতিশীল ও নিম্ন-কার্বন নির্ভর অর্থনৈতিক কাঠামো গঠনে আমাদের প্রচেষ্টা আরও গতিশীল হবে।”
সিয়ান গ্লোবাল একটি আন্তর্জাতিক ইএসজিসি অ্যাস্যুরেন্স, সার্টিফিকেশন ও ভেরিফিকেশন সংস্থা, যার কার্যক্রম বাংলাদেশ ও সিঙ্গাপুরে বিস্তৃত।
এই অংশীদারিত্বের মাধ্যমে কমিউনিটি ব্যাংক টেকসই ও জলবায়ু সহনশীল অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে আরও এক ধাপ এগিয়ে গেল।
এসআর
মন্তব্য করুন: