[email protected] মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬
৭ মাঘ ১৪৩২

শনিবার খোলা থাকবে ব্যাংক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২৫ ৭:৫৭ পিএম

সংগৃহীত ছবি

সাপ্তাহিক ছুটির দিন শনিবার (১৮ অক্টোবর) ব্যাংক খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংক জানায়, ২০২৬ সালের হজ নিবন্ধনের অর্থ জমা দেওয়ার সুবিধার্থে নির্দিষ্ট কিছু ব্যাংকের শাখা ওই দিন খোলা থাকবে। এ বিষয়ে বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

নির্দেশনায় বলা হয়েছে, ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অনুরোধে হজ কার্যক্রমে অংশ নিতে ইচ্ছুক গ্রাহকদের সুবিধার জন্য হজের অর্থ গ্রহণকারী ব্যাংকের সংশ্লিষ্ট শাখাগুলোকে শনিবার খোলা রাখতে হবে।
এ সময় গ্রাহক উপস্থিত থাকা পর্যন্ত অর্থ গ্রহণের প্রয়োজনীয় ব্যবস্থা ও যথাযথ নিরাপত্তা নিশ্চিত করতে হবে বলে নির্দেশনায় উল্লেখ করা হয়।

বাংলাদেশ ব্যাংক আরও জানিয়েছে, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় অর্পিত ক্ষমতাবলে জনস্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর