দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম।
মঙ্গলবার (১৪ অক্টোবর) রাতে এক বিজ্ঞপ্তিতে নতুন দামের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। বুধবার (১৫ অক্টোবর) থেকে এই দাম কার্যকর হবে বলে জানানো হয়েছে।
বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আন্তর্জাতিক ও স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বৃদ্ধি পাওয়ায় অভ্যন্তরীণ বাজারেও স্বর্ণের দাম পুনর্নির্ধারণ করা হয়েছে।
বাজুস জানায়, বিক্রয়মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার নির্ধারিত ৫% ভ্যাট এবং ন্যূনতম ৬% মজুরি যোগ করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির পার্থক্য হতে পারে।
এর আগে সোমবার (১৩ অক্টোবর) বাজুস এক দফা দাম বাড়িয়ে ২২ ক্যারেট স্বর্ণের ভরি ২ লাখ ১৩ হাজার ৭১৯ টাকা নির্ধারণ করেছিল। অর্থাৎ, টানা দুই দিনে দুই দফা বাড়ানো হলো স্বর্ণের দাম।
তথ্য অনুযায়ী, চলতি বছর এ পর্যন্ত ৬৫ বার স্বর্ণের দাম সমন্বয় করেছে বাজুস—এর মধ্যে ৪৭ বার বেড়েছে, আর কমেছে মাত্র ১৮ বার।
গত বছর (২০২৪) স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল ৬২ বার, যার মধ্যে ৩৫ বার দাম বেড়েছিল এবং ২৭ বার কমেছিল।
অর্থনৈতিক বিশ্লেষকরা বলছেন, আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামের অস্থিরতা ও ডলারের উচ্চমূল্যই স্থানীয় বাজারে এমন ঘনঘন পরিবর্তনের প্রধান কারণ।
এসআর
মন্তব্য করুন: