সরকার ভোজ্যতেলের দাম বাড়ানোর কোনো সিদ্ধান্ত নেয়নি বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
মঙ্গলবার (১৪ অক্টোবর) রাজধানীর পূর্বাচলে এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
বাণিজ্য উপদেষ্টা বলেন,
“সরকার ভোজ্যতেলের দাম বাড়ায়নি। মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া কোনো ব্যবসায়ী বা প্রতিষ্ঠান নিজের ইচ্ছায় দাম বাড়ানোর অধিকার রাখে না। যদি কেউ এ নিয়ম ভঙ্গ করে, সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।”
অ্যাসোসিয়েশনের ঘোষণায় বিভ্রান্তি
এর আগে সোমবার (১৩ অক্টোবর) বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়,
আন্তর্জাতিক বাজারের মূল্যবৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন দাম নির্ধারণ করা হয়েছে, যা ১৪ অক্টোবর থেকে কার্যকর হবে।
তাদের ঘোষণায় বলা হয়—
এ ঘোষণার পর ভোক্তাদের মধ্যে বিভ্রান্তি দেখা দেয়—সরকারই হয়তো দাম বাড়িয়েছে। তবে বাণিজ্য উপদেষ্টা স্পষ্টভাবে জানিয়েছেন, সরকারের পক্ষ থেকে এ বিষয়ে কোনো অনুমোদন বা নির্দেশনা দেওয়া হয়নি।মূল্য নিয়ন্ত্রণে কঠোর নজরদারি
বাণিজ্য উপদেষ্টা আরও বলেন,
“সরকার বাজার পরিস্থিতির ওপর নিবিড় নজর রাখছে। যাতে কোনো ব্যবসায়ী স্বেচ্ছায় দাম না বাড়াতে পারে, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
তিনি আশ্বস্ত করেন, ভোক্তাদের স্বার্থে সরকার বাজারে স্থিতিশীলতা ও স্বচ্ছতা বজায় রাখতে বদ্ধপরিকর।
এসআর
মন্তব্য করুন: