[email protected] বৃহঃস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫
২৪ আশ্বিন ১৪৩২

কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদে ৯ নতুন সদস্য

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৯ অক্টোবর ২০২৫ ৪:২৭ পিএম

সংগৃহীত ছবি

কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর পরিচালনা পর্ষদে নয়জন নতুন সদস্য নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

এর মধ্যে ছয়জন পরিচালক এবং তিনজন স্বতন্ত্র পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।

নিয়োগপ্রাপ্ত ছয়জন পরিচালক হলেন—
এ. কে. এম. আওলাদ হোসেন, অ্যাডিশনাল আইজি (অ্যাডমিন), বাংলাদেশ পুলিশ;
মো. আকরাম হোসেন, বিপিএম, অ্যাডিশনাল আইজি (ফিন্যান্স), বাংলাদেশ পুলিশ;
আবু নাছের মোহাম্মদ খালেদ, বিপিএম, অ্যাডিশনাল আইজি (এইচআরএম), বাংলাদেশ পুলিশ;
মো. ছিবগাত উল্লাহ, বিপিএম, পিপিএম, অ্যাডিশনাল আইজি (সিআইডি), বাংলাদেশ পুলিশ;
সারদার নূরুল আমিন, বিপিএম, অ্যাডিশনাল আইজি (ডেভেলপমেন্ট), বাংলাদেশ পুলিশ; এবং
মো. কামরুল আহসান, ডিআইজি (কনফিডেন্সিয়াল), বাংলাদেশ পুলিশ।

অন্যদিকে স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন—
ড. মো. মোর্শেদ হাসান খান, অধ্যাপক, মার্কেটিং বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়;
সৈয়দ রফিকুল হক, সাবেক অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক; এবং
মোহাম্মদ তফাজ্জুল হোসেন, এফসিএ, ম্যানেজিং পার্টনার, আমিন হোসেন অ্যান্ড কোং, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস।

নতুন সদস্যদের অন্তর্ভুক্তির মাধ্যমে কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদ আরও সুসংগঠিত ও কার্যকর হবে বলে আশা করা হচ্ছে।

ব্যাংকটির সুশাসন, টেকসই প্রবৃদ্ধি এবং শেয়ারহোল্ডারদের আস্থা আরও জোরদার করতে এই পদক্ষেপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর