[email protected] বুধবার, ৮ অক্টোবর ২০২৫
২৩ আশ্বিন ১৪৩২

রেমিট্যান্স প্রবাহে ১৪.৩ শতাংশ প্রবৃদ্ধি চলতি অর্থবছরে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৮ অক্টোবর ২০২৫ ৪:০৪ পিএম

সংগৃহীত ছবি

চলতি অর্থবছরের শুরু থেকে দেশে রেমিট্যান্স প্রবাহে আশাব্যঞ্জক বৃদ্ধি দেখা গেছে।

১ জুলাই থেকে ৬ অক্টোবর পর্যন্ত সময়ে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৮ হাজার ১৩৭ মিলিয়ন মার্কিন ডলার, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় ১৪ দশমিক ৩ শতাংশ বেশি।

গত অর্থবছরের একই সময়ে রেমিট্যান্সের পরিমাণ ছিল ৭ হাজার ১১৬ মিলিয়ন ডলার। মঙ্গলবার (৭ অক্টোবর) প্রকাশিত বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, শুধু অক্টোবর মাসের প্রথম ছয় দিনেই প্রবাসীরা পাঠিয়েছেন ৫৫২ মিলিয়ন ডলার। ধারাবাহিক এই প্রবৃদ্ধি রেমিট্যান্স খাতে স্থিতিশীলতা ও প্রবাসী আয়ের ইতিবাচক প্রবণতার ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান, বৈধ চ্যানেলে রেমিট্যান্স প্রেরণে উৎসাহ দেওয়ার উদ্যোগ এবং প্রণোদনা সুবিধা বৃদ্ধির ফলে এ প্রবৃদ্ধি এসেছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর