[email protected] মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫
২২ আশ্বিন ১৪৩২

এক দিনের ব্যবধানে আবারও বেড়েছে স্বর্ণের দাম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৭ অক্টোবর ২০২৫ ৯:৪৩ পিএম

সংগৃহীত ছবি

দেশের বাজারে এক দিনের ব্যবধানে আবারও বেড়েছে স্বর্ণের দাম।

ভরিপ্রতি ১ হাজার ৪৬৯ টাকা বৃদ্ধি পেয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২ হাজার ১৯৫ টাকা— যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।

মঙ্গলবার (৭ অক্টোবর) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন এই দাম বুধবার (৮ অক্টোবর) থেকে কার্যকর হবে।

তেজাবি স্বর্ণের দাম বৃদ্ধির কারণেই সমন্বয়

বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বেড়ে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন দর অনুযায়ী—

  • ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম): ২,০২,১৯৫ টাকা
  • ২১ ক্যারেট: ১,৯৩,০০৪ টাকা
  • ১৮ ক্যারেট: ১,৬৫,৪৩১ টাকা
  • সনাতন পদ্ধতির স্বর্ণ: ১,৩৭,৪৭২ টাকা

বাজুস জানায়, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫% ভ্যাট ও বাজুস নির্ধারিত ন্যূনতম ৬% মজুরি যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।

এর আগেও ছিল রেকর্ড মূল্য

এর আগে গত ৬ অক্টোবর স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। তখন ভরিপ্রতি ৩ হাজার ১৫০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৭২৬ টাকা, যা তখন পর্যন্ত সর্বোচ্চ ছিল।

তখন ২১ ক্যারেটের দাম ছিল ১ লাখ ৯১ হাজার ৬০৫ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৬৪ হাজার ২২৯ টাকা এবং সনাতন পদ্ধতির ১ লাখ ৩৬ হাজার ৪৪৫ টাকা।

এক বছরে ৬২ বার দামের সমন্বয়

চলতি বছর এখন পর্যন্ত ৬২ বার সমন্বয় করা হয়েছে দেশের স্বর্ণের দাম। এর মধ্যে ৪৪ বার বেড়েছে এবং ১৮ বার কমেছে।
২০২৪ সালেও সমান সংখ্যক ৬২ বার সমন্বয় করা হয়েছিল, তখন ৩৫ বার দাম বেড়েছিল এবং ২৭ বার কমেছিল।

রুপার দামেও রেকর্ড বৃদ্ধি

স্বর্ণের পাশাপাশি এবার বেড়েছে রুপার দামও। ভরিপ্রতি ১ হাজার ২৬ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ৬৫৪ টাকা, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।

অন্যান্য ক্যারেটের নতুন দাম—

  • ২১ ক্যারেট: ৪,৪৪৪ টাকা
  • ১৮ ক্যারেট: ৩,৮০২ টাকা
  • সনাতন পদ্ধতির রুপা: ২,৮৫৮ টাকা

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর