প্রকাশিত:
৫ অক্টোবর ২০২৫ ৬:৩৬ এএম
বাংলাদেশের অর্থনীতিতে আগামী তিন-চার মাসের মধ্যে আরও কিছু বড় চ্যালেঞ্জ দেখা দিতে পারে বলে মন্তব্য করেছেন সাবেক গভর্নর ও অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
তিনি বলেন, ‘আমাদের উচিত একটি কার্যকর রূপরেখা রেখে যাওয়া, যাতে পরবর্তী সরকার সঠিক পথে এগোতে পারে। যদি নিজেরাই পদচিহ্ন অনুসরণ না করেন, জনগণ রাস্তায় নামবে—ইতিহাসের পুনরাবৃত্তি ঘটতে পারে।’
শনিবার রাজধানীর একটি হোটেলে ফিন্যান্সিয়াল এক্সিলেন্স লিমিটেডের ১৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. সালেহউদ্দিন আরও বলেন, শুধু প্রশিক্ষণ দিলেই হবে না, ব্যাংক কর্মকর্তাদের নৈতিক দিক থেকেও প্রস্তুত করতে হবে। কারণ, ‘প্রশিক্ষিত কিন্তু অসৎ’ একজন ব্যক্তি সমাজে বড় ক্ষতি করতে পারে।
নীতিনির্ধারণ ও নিয়ন্ত্রক সংস্থাগুলোর দুর্বলতার কথাও তুলে ধরে তিনি বলেন, "মাত্র ১৪ মাসে সব ভুল শোধরানো সম্ভব নয়। কিছু মৌলিক সংস্কার আনতে সময় লাগবে, এজন্য জনগণের ধৈর্য দরকার।"
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন:
এসআর
মন্তব্য করুন: