রাজশাহীতে ‘‘ই-ট্রাফিক পরিচালনা ও জারিমানা আদায়’’ প্রক্রিয়া সহজীকরণের লক্ষ্যে দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) ও জেলা পুলিশের ট্রাফিক পরিদর্শক ও সার্জেন্টদের নিয়ে আয়োজিত এ কর্মশালায় ই-ট্রাফিক প্রসিকিউশন ও জরিমানা আদায়ের আধুনিক পদ্ধতি তুলে ধরা হয়।
কর্মশালার উদ্বোধন করেন রাজশাহীর পুলিশ সুপার ফারজানা ইসলাম। প্রশিক্ষণ পরিচালনা করেন ইন সার্ভিস ট্রেনিং সেন্টারের এসপি কামরুন নাহার এবং সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. মোফাক্কারুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি.-এর হেড অব কার্ডস জাহির আহমেদ। সার্বিক তত্ত্বাবধান ও পৃষ্ঠপোষকতা করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) কিমিয়া সাআদত।
নতুন পদ্ধতিতে পস (POS) মেশিন, ভিসা/ডেবিট/ক্রেডিট কার্ড, বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত স্মার্ট বাংলা কিউআর (BANGLA QR), বিকাশ, নগদ, রকেট, এমক্যাশসহ ৭৮টি পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে মুহূর্তেই জরিমানা পরিশোধ করা যাবে।
এর ফলে জরিমানা জমা দিতে কালেকশন বুথে ভোগান্তি কমবে এবং বেশিরভাগ ক্ষেত্রে ডকুমেন্টস আটক রাখার প্রয়োজন হবে না। সংগৃহীত অর্থ কমিউনিটি ব্যাংকের চ্যানেলের মাধ্যমে সরাসরি সরকারি কোষাগারে জমা হবে।
অনুষ্ঠানে কমিউনিটি ব্যাংক ও পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসআর
মন্তব্য করুন: