ইসলামী ব্যাংকগুলোর কার্যক্রম শরিয়াহ ভিত্তিকভাবে পরিচালিত হচ্ছে কি না, তা পর্যবেক্ষণ করবে শরিয়াহ সুপারভাইজরি কমিটি (এসএসসি)।
এই কমিটির সদস্য নিয়োগ বা অপসারণের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন বাধ্যতামূলক করা হয়েছে।
রোববার (২৯ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংক থেকে জারি করা এক সার্কুলারে জানানো হয়, নির্দেশনা আগামী বছরের ১ জানুয়ারি থেকে কার্যকর হবে। এর মধ্যে সব ব্যাংককে নতুন করে শরিয়াহ কমিটি গঠন করতে হবে।
সার্কুলার অনুযায়ী—
এছাড়া প্রতিটি ব্যাংকের পরিচালনা পর্ষদ সদস্য মনোনয়ন দিলেও নিয়োগের আগে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নিতে হবে। পর্ষদকে বিষয়টি শেয়ারহোল্ডারদের এজিএম বা ইজিএমে অবহিত করতে হবে।
অর্থনৈতিক স্বচ্ছতা আনতে সদস্যদের জন্য সম্মানির সীমা নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। মাসিক সম্মানি হবে ২৫ হাজার টাকা এবং প্রতি সভায় সর্বোচ্চ ৮ হাজার টাকা উপস্থিতি ভাতা দেওয়া যাবে।
বিশেষজ্ঞরা মনে করছেন, এ উদ্যোগ ইসলামী ব্যাংকগুলোর শরিয়াহভিত্তিক কার্যক্রম আরও স্বচ্ছ ও জবাবদিহিমূলক করবে।
এসআর
মন্তব্য করুন: