ঋণের নামে প্রায় ৫০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমার হালদার (পিকে হালদার)সহ ২৩ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
অভিযোগপত্রে রিলায়েন্স ফাইন্যান্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মৈত্রেয়ী রানী বেপারী, পরিচালক ডা. উদ্দাব মল্লিক, বাসুদেব ব্যানার্জি, মো. আবুল শাহজাহানসহ বিভিন্ন প্রতিষ্ঠানের এমডি, পরিচালক ও কর্মকর্তাদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।
২০২১ সালের ১৪ নভেম্বর মামলাটি দায়ের করা হয়। দীর্ঘ তদন্ত শেষে দুর্নীতি দমন আইন, দণ্ডবিধি ও মানি লন্ডারিং প্রতিরোধ আইনের বিভিন্ন ধারায় চার্জশিট অনুমোদন দেয় দুদক।
উল্লেখ্য, আর্থিক খাতে অনিয়ম-অভিযোগে আলোচিত পিকে হালদারের বিরুদ্ধে ইতোমধ্যে একাধিক মামলা হয়েছে। ২০২২ সালে একটি মামলায় তাকে ২২ বছরের কারাদণ্ড দেওয়া হয়।
এসআর
মন্তব্য করুন: