[email protected] রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫
১২ আশ্বিন ১৪৩২

টানা বৃদ্ধির পর কমলো স্বর্ণের দাম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৫ ৯:৫৭ পিএম

সংগৃহীত ছবি

দেশের বাজারে টানা তিন দফা বাড়ানোর পর অবশেষে কমলো স্বর্ণের দাম।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে ১ হাজার ৮৯০ টাকা কমিয়ে ২২ ক্যারেটের স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে ১ লাখ ৯২ হাজার ৯৬৯ টাকা। শনিবার (২৭ সেপ্টেম্বর) রাতে বাজুসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। রোববার (২৮ সেপ্টেম্বর) থেকে নতুন দাম কার্যকর হবে।

বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য হ্রাস পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে দাম সমন্বয় করা হয়েছে।

নতুন দর (প্রতি ভরি, ১১.৬৬৪ গ্রাম)

  • ২২ ক্যারেট: ১,৯২,৯৬৯ টাকা
  • ২১ ক্যারেট: ১,৮৪,১৯৮ টাকা
  • ১৮ ক্যারেট: ১,৫৭,৮৮৪ টাকা
  • সনাতন পদ্ধতি: ১,৩১,০৪৫ টাকা

বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে ৫% ভ্যাট এবং ন্যূনতম ৬% মজুরি যোগ করতে হবে। গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।

এর আগে গত ২৩ সেপ্টেম্বর বাজুস ভরিতে ৩ হাজার ৬৬৩ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের স্বর্ণের দাম নির্ধারণ করেছিল ১ লাখ ৯৪ হাজার ৮৫৯ টাকা, যা দেশের বাজারে সর্বকালের সর্বোচ্চ দর ছিল।

চলতি বছরে এখন পর্যন্ত ৫৮ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে—এর মধ্যে ৪০ বার বেড়েছে আর ১৮ বার কমেছে। তুলনায়, ২০২৪ সালে ৬২ বার দাম সমন্বয় হয়েছিল; তখন ৩৫ বার দাম বেড়েছিল আর ২৭ বার কমেছিল।

রুপার দাম অপরিবর্তিত

স্বর্ণের দাম কমলেও রুপার বাজারে কোনো পরিবর্তন হয়নি।

  • ২২ ক্যারেট রুপা: ৩,৬২৮ টাকা (সর্বোচ্চ রেকর্ড)
  • ২১ ক্যারেট: ৩,৪৫৩ টাকা
  • ১৮ ক্যারেট: ২,৯৬৩ টাকা
  • সনাতন পদ্ধতি: ২,২২৮ টাকা

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর