দেশের বাজারে টানা তিন দফা বাড়ানোর পর অবশেষে কমলো স্বর্ণের দাম।
বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য হ্রাস পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে দাম সমন্বয় করা হয়েছে।
বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে ৫% ভ্যাট এবং ন্যূনতম ৬% মজুরি যোগ করতে হবে। গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।
এর আগে গত ২৩ সেপ্টেম্বর বাজুস ভরিতে ৩ হাজার ৬৬৩ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের স্বর্ণের দাম নির্ধারণ করেছিল ১ লাখ ৯৪ হাজার ৮৫৯ টাকা, যা দেশের বাজারে সর্বকালের সর্বোচ্চ দর ছিল।
চলতি বছরে এখন পর্যন্ত ৫৮ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে—এর মধ্যে ৪০ বার বেড়েছে আর ১৮ বার কমেছে। তুলনায়, ২০২৪ সালে ৬২ বার দাম সমন্বয় হয়েছিল; তখন ৩৫ বার দাম বেড়েছিল আর ২৭ বার কমেছিল।
স্বর্ণের দাম কমলেও রুপার বাজারে কোনো পরিবর্তন হয়নি।
এসআর
মন্তব্য করুন: