[email protected] শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫
১১ আশ্বিন ১৪৩২

ইসলামি ব্যাংকগুলোর বিষয়ে নতুন পদক্ষেপ নিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২৫ ২:৫০ পিএম

সংগৃহীত ছবি

অকার্যকর ব্যাংক পুনর্গঠন, একীভূতকরণ বা অবসায়নের জন্য নতুন নীতিমালা চূড়ান্ত করেছে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংক অনুযায়ী, প্রয়োজন হলে কোনো ব্যাংকের চেয়ারম্যান, পরিচালক ও এমডির নিয়োগ বাতিল করে প্রশাসক বসাতে পারবে কেন্দ্রীয় ব্যাংক।

ইসলামি ব্যাংকগুলোকে রেজ্যুলেশন বিষয়ে পরামর্শ দিতে নিজস্ব শরিয়াহ বোর্ড গঠনের ক্ষমতাও রাখা হয়েছে।

কোনো ব্যাংক আমানতকারীদের টাকা ফেরত দিতে না পারলে বা দৈনন্দিন কার্যক্রম চালাতে ব্যর্থ হলে সেটিকে পুনর্গঠন, একীভূতকরণ বা অবসায়নের আওতায় আনা হবে। এর আগে সংশ্লিষ্ট ব্যাংককে আর্থিক অবস্থার উন্নয়নের জন্য দুই মাস সময় দেওয়া হবে।

নীতিমালায় বলা হয়েছে, ব্যাংকের আর্থিক সূচকের অবনতি হলে প্রথমে সতর্ক করা হবে। নির্ধারিত সময়েও উন্নতি না হলে শাখা খোলা, বৈদেশিক মুদ্রার লাইসেন্স কিংবা ঋণ বিতরণে নিষেধাজ্ঞা আরোপ করা হবে। পরিস্থিতি আরও খারাপ হলে আমানত সংগ্রহের ওপরও সীমাবদ্ধতা আসতে পারে।

কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা জানান, নতুন নীতিমালার মাধ্যমে ব্যাংকগুলো আগেই নিজেদের অবস্থান বুঝে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নিতে পারবে। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর