মার্কিন ডলারের বিনিময় হার স্থিতিশীল রাখতে আবারও নিলামের মাধ্যমে বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক।
সোমবার (২২ সেপ্টেম্বর) ১২১ টাকা ৭৫ পয়সা দরে ১২৯ দশমিক ৫ মিলিয়ন ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক।
এর ফলে চলতি অর্থবছরের জুলাই থেকে এখন পর্যন্ত নিলামের মাধ্যমে মোট ১ দশমিক ৮৮ বিলিয়ন ডলার সংগ্রহ করল বাংলাদেশ ব্যাংক।
এর আগে ১৫ সেপ্টেম্বর একই দরে ৩৫৩ মিলিয়ন ডলার কেনা হয়েছিল।
কেন্দ্রীয় ব্যাংকের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, ১২১ টাকা ৭৫ পয়সা হচ্ছে বর্তমানে ব্যাংকগুলোর জন্য ডলারের রেফারেন্স রেট।
বিশেষজ্ঞরা মনে করছেন, টাকার বিপরীতে ডলারের দর অতিরিক্ত বাড়া বা কমা—দুটিই অর্থনীতির জন্য ঝুঁকিপূর্ণ। তাই বাংলাদেশ ব্যাংক নিলামের মাধ্যমে ডলার কিনে বাজারে দর স্থিতিশীল রাখার চেষ্টা করছে।
এতে রিজার্ভও বাড়ছে এবং রেমিট্যান্স প্রেরক ও রপ্তানিকারকরাও উপকৃত হচ্ছেন।
অন্যদিকে, সেপ্টেম্বর মাসেও রেমিট্যান্স প্রবাহ ইতিবাচক রয়েছে। মাসের প্রথম ২১ দিনে প্রবাসীরা পাঠিয়েছেন ২ দশমিক ০৩ বিলিয়ন ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় ২৪ হাজার ৭৭৮ কোটি। গত বছরের একই সময়ে এ অঙ্ক ছিল ১ দশমিক ৬৩ বিলিয়ন ডলার।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান জানান, জুলাই থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত রেমিট্যান্স এসেছে ৬ দশমিক ৯৩ বিলিয়ন ডলার। আগের অর্থবছরের একই সময়ে এ পরিমাণ ছিল ৫ দশমিক ৭৭ বিলিয়ন ডলার। ফলে রেমিট্যান্সে প্রবৃদ্ধি হয়েছে ২০ দশমিক ১ শতাংশ।
চলতি অর্থবছরের জুলাই মাসে রেমিট্যান্স এসেছিল ২ দশমিক ৪৮ বিলিয়ন ডলার এবং আগস্টে এসেছিল ২ দশমিক ৪২ বিলিয়ন ডলার।
এর আগে ২০২৪-২৫ অর্থবছরের মার্চে সর্বোচ্চ ৩ দশমিক ২৯ বিলিয়ন ডলারের রেমিট্যান্স এসেছিল, যা ছিল বছরের রেকর্ড।
এসআর
মন্তব্য করুন: