প্রকাশিত:
২২ সেপ্টেম্বর ২০২৫ ৯:৪৪ পিএম
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। দুদিনের ব্যবধানে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণের দাম বাড়িয়ে ১ লাখ ৯১ হাজার ১৯৬ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
সোমবার (২২ সেপ্টেম্বর) রাতে বাজুসের বিজ্ঞপ্তিতে জানানো হয়, আন্তর্জাতিক বাজারে ও স্থানীয়ভাবে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বৃদ্ধি পাওয়ায় নতুন দাম নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) থেকে এই নতুন দাম কার্যকর হবে।
বাজুস জানায়, এবার ভরিপ্রতি ১ হাজার ৮৮৯ টাকা বাড়ানো হয়েছে। নতুন দামে—
তবে রুপার দাম অপরিবর্তিত থাকছে। বর্তমানে—
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, স্বর্ণ ও রুপার বিক্রয় মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫% ভ্যাট ও বাজুস নির্ধারিত ন্যূনতম ৬% মজুরি যোগ করতে হবে।
উল্লেখ্য, সর্বশেষ ২০ সেপ্টেম্বর বাজুস স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছিল। তখনও রুপার দাম অপরিবর্তিত রাখা হয়।
এসআর
মন্তব্য করুন: