[email protected] সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫
৭ আশ্বিন ১৪৩২

ঢাকা কাস্টম হাউসে প্রায় ৩ লাখ জাল ব্যান্ডরোল জব্দ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২৫ ৭:১১ পিএম

সংগৃহীত ছবি

রাজধানীর ঢাকা কাস্টম হাউস থেকে প্রায় তিন লাখ পিস জাল ব্যান্ডরোল জব্দ করেছে কর্তৃপক্ষ।

গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ অভিযান চালানো হয়।

কাস্টম হাউসের এয়ারফ্রেইট ইউনিটের ২ নম্বর গেট এলাকা থেকে এসব জাল ব্যান্ডরোল আটক করেন কর্মকর্তারা।

ঢাকা কাস্টম হাউসের কমিশনার মশিউর রহমান কালবেলা সাংবাদিকদের জানান, “গোপন তথ্যের ভিত্তিতেই এ জাল ব্যান্ডরোল জব্দ করা হয়েছে। ইতোমধ্যে আমরা ইনভেন্টরি প্রক্রিয়া শুরু করেছি। বিস্তারিত তথ্য পরে জানানো হবে।”

কাস্টম হাউস কর্তৃপক্ষের ধারণা, এসব জাল ব্যান্ডরোল ব্যবহার করে বিপুল রাজস্ব ফাঁকি দেওয়ার চেষ্টা হচ্ছিল

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর