[email protected] রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫
৬ আশ্বিন ১৪৩২

বাড়ল স্বর্ণের দাম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৫ ২:০৭ এএম

সংগৃহীত ছবি

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম।

ভরিতে ১ হাজার ১৫৫ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ফলে ভরির দাম দাঁড়ালো ১ লাখ ৮৯ হাজার ৩০৭ টাকা। শনিবার (২০ সেপ্টেম্বর) রাতে বাজুসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বাড়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম সমন্বয় করা হয়েছে। রোববার (২১ সেপ্টেম্বর) থেকে নতুন দাম কার্যকর হবে।

এর আগে টানা আট দফা দাম বাড়ার পর ভরিতে ১ হাজার ৪৭০ টাকা কমানো হয়েছিল। তখন ২২ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয় ১ লাখ ৮৮ হাজার ১৫২ টাকা। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর