মার্কিন ফেডারেল রিজার্ভের নীতিনির্ধারণী বৈঠকের আগে ডলার দুর্বল হয়ে পড়ায় আবারও বেড়েছে স্বর্ণের দাম।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দর পৌঁছেছে ইতিহাসের সর্বোচ্চ উচ্চতায়।
রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়, বাংলাদেশ সময় দুপুর ৩টা ৪৫ মিনিটে স্পট গোল্ডের দাম দাঁড়ায় প্রতি আউন্সে ৩ হাজার ৬৯৬ দশমিক শূন্য ২ ডলার, যা আগের দিনের তুলনায় ০.৫ শতাংশ বেশি। দিনের শুরুতে দাম সর্বোচ্চ ৩ হাজার ৬৯৭ দশমিক ৭০ ডলার পর্যন্ত উঠেছিল।
ইউবিএস বিশ্লেষক জিয়োভান্নি স্টাউনোভো বলেন, “ডলারের দুর্বলতা কিছুটা প্রভাব ফেলেছে। তবে মূল কারণ হলো—বাজারে প্রত্যাশা তৈরি হয়েছে, ফেড এই সপ্তাহে সুদের হার কমাবে।”
সিএমই ফেডওয়াচ টুলের তথ্যমতে, ব্যবসায়ীরা প্রায় নিশ্চিত যে ফেড দুই দিনব্যাপী বৈঠক শেষে ২৫ বেসিস পয়েন্ট সুদের হার কমাবে। পাশাপাশি ৫০ বেসিস পয়েন্ট কমানোর সামান্য সম্ভাবনাও রয়েছে।
এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ফেড চেয়ার জেরোম পাওয়েলকে আরও বড় ধরনের সুদের হার কমানোর আহ্বান জানিয়েছেন।
সুইসকোট ব্যাংকিং গ্রুপের বাহ্যিক বিশ্লেষক কার্লো আলবার্তো দে কাসা বলেন, “ব্যবসায়ীরা আশা করছেন, শুধু এখন নয়—আগামী বছরও ফেড সুদের হার কমাতে থাকবে। এটি স্বর্ণের বাজারকে আরও শক্তিশালী করবে।”
স্টাউনোভো আরও মন্তব্য করেন, “ফেডের বিবৃতি প্রকাশের সময় বাজারে আরও অস্থিরতা দেখা দিতে পারে।
তবে ট্রাম্পের চাপ ও বাজারের প্রত্যাশার কারণে আগামী কয়েক মাসেও স্বর্ণের দাম ঊর্ধ্বমুখী থাকতে পারে।
এসআর
মন্তব্য করুন: