সমস্যাগ্রস্ত পাঁচটি শরিয়াভিত্তিক বেসরকারি ব্যাংক একীভূত করে নতুন একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক গঠনের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেল ৩টায় কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত বিশেষ বোর্ড সভায় এ সিদ্ধান্ত হয়।
সরকারি সিদ্ধান্ত অনুযায়ী— ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক ও এক্সিম ব্যাংক একীভূত হয়ে গড়ে উঠবে ‘ইউনাইটেড ইসলামী ব্যাংক’। শিগগিরই নতুন ব্যাংকের জন্য লাইসেন্স ইস্যু করা হবে।
সভায় জানানো হয়, প্রতিটি ব্যাংকে একজন করে প্রশাসক বসানো হবে, যাদের সঙ্গে থাকবেন চারজন করে সহকারী কর্মকর্তা।
একীভূত হওয়ার পর সংশ্লিষ্ট ব্যাংকগুলোর বর্তমান পরিচালনা পর্ষদ ও এমডির পদ শূন্য ঘোষণা করা হবে। একইসঙ্গে শেয়ারও শূন্য হয়ে যাবে। তবে কর্মকর্তা-কর্মচারী ও আমানতকারীদের স্বার্থ রক্ষায় বিশেষ ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ ব্যাংকের হিসাবে, এই পাঁচ ব্যাংকের খেলাপি ঋণের হার ৪৮ থেকে ৯৮ শতাংশ পর্যন্ত পৌঁছেছে। একীভূতকরণ প্রক্রিয়ার জন্য প্রয়োজন ৩৫ হাজার ২০০ কোটি টাকা, যার মধ্যে সরকার দিচ্ছে ২০ হাজার ২০০ কোটি টাকা।
কেন্দ্রীয় ব্যাংক মনে করছে, এ উদ্যোগের মাধ্যমে ইসলামী ব্যাংক খাতে দীর্ঘদিনের অনিয়ম ও দুর্নীতি বন্ধ হবে এবং গ্রাহকদের আস্থা ফিরিয়ে আনা সম্ভব হবে।
নির্দিষ্ট সময় পর নতুন ব্যাংকের শেয়ার ধাপে ধাপে বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার পরিকল্পনাও রয়েছে।
এসআর
মন্তব্য করুন: