[email protected] সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫
৩১ ভাদ্র ১৪৩২

বাজার থেকে ডলার কিনছে কেন্দ্রীয় ব্যাংক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২৫ ৭:৩৬ পিএম

সংগৃহীত ছবি

প্রবাসী আয় ও রপ্তানি প্রবাহ বাড়ায় দেশে ডলারের সরবরাহ বেড়ে গেছে।

এতে মুদ্রাটির দাম কমে যাওয়ার শঙ্কা তৈরি হওয়ায় বাজার স্থিতিশীল রাখতে সরাসরি হস্তক্ষেপ করছে বাংলাদেশ ব্যাংক।

ব্যাংকগুলো থেকে ডলার কিনে বিনিময় হার স্বাভাবিক রাখার চেষ্টা করছে আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থাটি।

সোমবার (১৫ সেপ্টেম্বর) মাল্টিপল প্রাইস অকশন (এমপিএ) পদ্ধতিতে ২৬টি ব্যাংক থেকে ৩৫৩ মিলিয়ন মার্কিন ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক।

এ সময় এক্সচেঞ্জ রেট নির্ধারণ করা হয় প্রতি ডলার ১২১ টাকা ৭৫ পয়সা। অকশনের কাট-অফ রেটও একই ছিল।

সবমিলিয়ে চলতি ২০২৫-২৬ অর্থবছরে এখন পর্যন্ত বিভিন্ন বাণিজ্যিক ব্যাংক থেকে ১.৭৫ বিলিয়ন মার্কিন ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক। 

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর