যুক্তরাষ্ট্রের সঙ্গে গভীর ও টেকসই বাণিজ্যিক সম্পর্ক গড়ার ইচ্ছা প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
সোমবার (১৫ সেপ্টেম্বর) সহকারী মার্কিন বাণিজ্য প্রতিনিধি (ইউএসটিআর) ব্রেন্ডন লিঞ্চের সঙ্গে বৈঠকে তিনি এ কথা জানান।
বৈঠকে ড. ইউনূস বলেন,
“সমর্থনের জন্য আপনাকে ধন্যবাদ। আমরা এ বিষয়ে অত্যন্ত আনন্দিত। এটি আমাদের অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। আলোচনায় মূলত নিচের বিষয়গুলো গুরুত্ব পায়—
উভয় পক্ষ বাণিজ্য ভারসাম্যহীনতা কমানোর কৌশল নিয়ে আলোচনা করেন। বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়াতে প্রস্তুত উল্লেখ করে ড. ইউনূস আশা প্রকাশ করেন—
এতে শুল্ক হ্রাসের সুযোগ তৈরি হবে এবং দুই দেশের মধ্যে আরও টেকসই ও পারস্পরিক উপকারী বাণিজ্য অংশীদারিত্ব গড়ে উঠবে।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন—
এসআর
মন্তব্য করুন: