[email protected] রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫
৩০ ভাদ্র ১৪৩২

উপদেষ্টা হওয়ার আগে আমিও বাধ্য হয়ে ঘুষ দিয়েছি : অর্থ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২৫ ৫:২২ পিএম

সংগৃহীত ছবি

আজ রবিবার রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব ভবনে ট্যাক্স রিপ্রেজেন্টেটিভ ম্যানেজমেন্ট (টিআইএমএস) সফটওয়্যার সিস্টেম উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন অর্থ উপদেষ্টা।

অর্থ উপদেষ্টা এক আলোচনায় জানিয়েছেন, উপদেষ্টা হওয়ার আগে তিনি নিজেও জীবনের বিভিন্ন পর্যায়ে ঘুষ দিতে বাধ্য হয়েছেন। তিনি বলেন, আমি চাই না কেউ যেন আর এ পরিস্থিতির শিকার হয়।

প্রশাসন ও অর্থনীতির শুদ্ধতার জন্য ঘুষ-দুর্নীতি প্রতিরোধ করা জরুরি।

তিনি আরও যোগ করেন, দেশের অর্থনীতি চাঙ্গা করতে হলে কেবল নীতি প্রণয়ন নয়, বাস্তবায়ন পর্যায়েও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।

সাধারণ মানুষ যাতে সরকারি সেবা পেতে ঘুষ দিতে বাধ্য না হয়, সে জন্য কঠোর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন তিনি।

অর্থ উপদেষ্টা বলেন, ঘুষ দেওয়া বা নেওয়া—উভয়ই সমাজ ও রাষ্ট্রের জন্য ক্ষতিকর। এই সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হলে সবার আগে রাজনৈতিক সদিচ্ছা ও সামাজিক সচেতনতা দরকার। 

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর