 
                                                                        অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, আগামী ফেব্রুয়ারির পর তাদের মেয়াদ শেষ হবে।
এর আগে দেশের মানুষের জন্য কিছু রেখে যেতে চান তারা।
রোববার (১৪ সেপ্টেম্বর) সকালে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) মাল্টিপারপাস হলে ট্যাক্স রিপ্রেজেন্টিভ ম্যানেজমেন্ট সিস্টেম (টিআরএমএস) সফটওয়্যার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান।
ড. সালেহউদ্দিন বলেন, “আমরা চাই মানুষের জন্য কিছু করে যেতে। কারণ, পরের সরকারকে বুঝতে সময় লাগবে। যদি আমরা অন্তত কিছুটা আশার আলো দেখাতে পারি, সেটাই হবে বড় অর্জন।”
তিনি জানান, প্রধান উপদেষ্টাও প্রায়ই পরামর্শ দেন দেশের জন্য ইতিবাচক কিছু রেখে যাওয়ার বিষয়ে।
তবে সমালোচনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, “অনেক সময় কাজ করলেও কেউ তা চোখে দেখে না, বরং হতাশার কথাই বেশি বলা হয়।
এসআর
মন্তব্য করুন: