[email protected] রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫
২৩ ভাদ্র ১৪৩২

তেলের দাম কমছে, বৈঠকে বসছে ওপেক প্লাস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৭ সেপ্টেম্বর ২০২৫ ২:৫১ পিএম

সংগৃহীত ছবি

অপরিশোধিত তেলের দাম কমতে থাকায় বৈশ্বিক জ্বালানি বাজারে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

এ পরিস্থিতিতে সৌদি আরব, রাশিয়া ও ওপেক প্লাস জোটের গুরুত্বপূর্ণ কয়েকটি দেশ রোববার (৭ সেপ্টেম্বর) জরুরি বৈঠকে বসছে। বৈঠকে উৎপাদন বাড়ানো হবে নাকি বর্তমান মাত্রা বজায় রাখা হবে—সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

বার্তা সংস্থা এএফপি জানায়, ‘ভলান্টারি এইট (ভি৮)’ নামে পরিচিত আটটি দেশ—সৌদি আরব, রাশিয়া, ইরাক, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাজাখস্তান, আলজেরিয়া ও ওমান—এই বৈঠকে অংশ নিচ্ছে। বর্তমানে অতিরিক্ত সরবরাহের আশঙ্কায় বিশ্ববাজারে তেলের দাম ব্যারেলপ্রতি ৬৫–৭০ ডলারে নেমে এসেছে, যা এ বছর এখন পর্যন্ত প্রায় ১২ শতাংশ কম।

গত কয়েক বছরে ওপেক ও এর মিত্ররা দৈনিক প্রায় ৬০ লাখ ব্যারেল উৎপাদন কমিয়ে রেখেছিল। তবে এপ্রিল থেকে ভি৮ দেশগুলো বাজারে অংশীদারিত্ব ফিরে পেতে উৎপাদন বাড়ানো শুরু করেছে। বিশ্লেষকদের মতে, বছরের শেষ প্রান্তিকে সাধারণত চাহিদা কমে যায়। ফলে উৎপাদন না বাড়ালেও উদ্বৃত্ত সরবরাহ দামের ওপর আরও চাপ সৃষ্টি করতে পারে। বাজারে গুঞ্জন রয়েছে, অক্টোবরের জন্য নতুন করে উৎপাদন কোটা সমন্বয় হতে পারে।

এ ছাড়া ভূরাজনৈতিক পরিস্থিতিও প্রভাব ফেলছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ও যুক্তরাষ্ট্র-রাশিয়া সম্পর্কের টানাপোড়েনের মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউরোপীয় দেশগুলোকে রাশিয়ার তেল কেনা বন্ধ করতে বলেছেন। পাশাপাশি ভারতের ওপরও রাশিয়া থেকে আমদানির কারণে শুল্ক বাড়ানো হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, রাশিয়ার রপ্তানি সীমিত হলে ওপেক প্লাসের জন্য বাজারে নতুন সুযোগ তৈরি হতে পারে। তবে ইউক্রেন যুদ্ধ চালিয়ে যেতে রাশিয়ার জন্য উচ্চ তেলের দাম বজায় রাখা জরুরি। সে কারণে বাড়তি কোটার সুযোগ কাজে লাগানো তাদের জন্য কঠিন হয়ে দাঁড়াতে পারে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর