[email protected] রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫
২২ ভাদ্র ১৪৩২

ব্যাংক লোকসানে থাকলে কর্মকর্তারা বোনাস পাবেন না : গভর্নর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৬ সেপ্টেম্বর ২০২৫ ৭:৪৬ পিএম

সংগৃহীত ছবি

কোনো ব্যাংক লোকসানে গেলে কর্মকর্তারা বোনাস পাবেন না বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর।

শনিবার (৬ সেপ্টেম্বর) রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।

গভর্নর বলেন, “আগের তুলনায় এখন হুন্ডি অনেক কমে গেছে। আগে প্রবাসী আয়ের প্রায় ৩০ শতাংশ হুন্ডির মাধ্যমে পাচার হতো। এখন আমদানি কমেনি, তবে মূল্য কমেছে। কৃত্রিমভাবে দাম বাড়িয়ে অর্থ পাচার করার প্রবণতাও আর নেই। সুশাসন প্রতিষ্ঠার ফলে রিজার্ভ বেড়েছে।”

তিনি জানান, গত এক মাসে বাজার থেকে এক বিলিয়ন মার্কিন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক, তবুও দাম বাড়েনি। বর্তমানে ডলার সংকট না থাকলেও টাকার সংকট রয়েছে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কাজ চলছে, তবে এটি সময়সাপেক্ষ। চালের দাম বাড়ায় আগস্টে মূল্যস্ফীতি কিছুটা বেড়েছে। “আমাদের লক্ষ্য এটিকে ৫ শতাংশের নিচে নামানো,” বলেন গভর্নর।

খেলাপি ঋণ প্রসঙ্গে তিনি বলেন, “জুনের রিপোর্টে ৩০ শতাংশ খেলাপির আশঙ্কা করা হচ্ছে। এ সমস্যা সমাধানে রোববার থেকে সরকারের সঙ্গে আলোচনা শুরু হবে। ৫টি ব্যাংক একীভূত করার পরিকল্পনা রয়েছে। এক-দুই বছরের মধ্যে এর সুফল পাওয়া যাবে। এতে কর্মকর্তা ও আমানতকারীদের জন্যও ইতিবাচক পরিবর্তন আসবে।”

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর