[email protected] শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫
২১ ভাদ্র ১৪৩২

ডিম-পেঁয়াজ-কাঁচামরিচ আমদানির বিষয়ে নতুন সুপারিশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৪ সেপ্টেম্বর ২০২৫ ৯:৩৪ পিএম

সংগৃহীত ছবি

ডিম, পেঁয়াজ ও কাঁচামরিচের বাজারদর নিয়ন্ত্রণে রাখতে নতুন সিদ্ধান্তের সুপারিশ করেছে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন।

দাম নির্দিষ্ট সীমা ছাড়িয়ে গেলে এসব নিত্যপণ্যের আমদানি উন্মুক্ত করা ও শুল্ক–কর ছাড় দেওয়ার প্রস্তাব করেছে সংস্থাটি।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) কমিশন থেকে বাণিজ্য সচিবকে পাঠানো চিঠিতে এ সুপারিশ করা হয়।

ডিম
সুপারিশে বলা হয়েছে, এক ডজন ডিমের দাম ১৫০ টাকা ছাড়িয়ে গেলে আমদানির অনুমতি দেওয়া হবে। একইসঙ্গে শুল্ক–কর ছাড় দেওয়ার প্রস্তাব করা হয়েছে। বর্তমানে বাজারে ডজনপ্রতি ডিমের দাম ১৪০ টাকার আশপাশে। তবে কিছুদিন আগেই দাম ১৫০ টাকার ওপরে গিয়েছিল।

পেঁয়াজ
পেঁয়াজের ক্ষেত্রেও একই ধারা প্রযোজ্য হবে। বাজারে দাম কেজিপ্রতি ৯০ টাকা ছাড়ালে আমদানির অনুমতি ও শুল্ক–কর ছাড় দেওয়া হবে। বর্তমানে রাজধানীর বাজারে মানভেদে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকায়। কমিশনের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরে দেশে ৪৪ লাখ ৪৮ হাজার ৭০০ টন পেঁয়াজ উৎপাদন হয়েছে। সময়মতো আমদানি উন্মুক্ত রাখার ফলে সরবরাহ ও মূল্য স্থিতিশীল থাকছে।

কাঁচামরিচ
সাম্প্রতিক সময়ে কাঁচামরিচের দাম বেড়ে কেজিপ্রতি ২২০ থেকে ২৬০ টাকায় পৌঁছেছে। এ পরিস্থিতি নিয়ন্ত্রণে কমিশন ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আমদানিতে ২০ শতাংশ সম্পূরক শুল্ক প্রত্যাহারের প্রস্তাব দিয়েছে। পাশাপাশি শুল্কায়নের ক্ষেত্রে নির্ধারিত শুল্কমূল্যের পরিবর্তে প্রকৃত আমদানিমূল্যকে ভিত্তি ধরার সুপারিশ করা হয়েছে।

সবজি বাজার তদারকি
সবজির বাজার স্থিতিশীল রাখতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে সরবরাহ শৃঙ্খল ঘনিষ্ঠভাবে তদারকির নির্দেশনা দিয়েছে কমিশন। উৎপাদন পর্যায় থেকে খুচরা বিক্রি পর্যন্ত নজরদারি জোরদার করার পরামর্শও দেওয়া হয়েছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর