দেশের বাজারে স্বর্ণের দামে আবারও রেকর্ড গড়া হয়েছে। ভরিতে ৩ হাজার ৪৪ টাকা বাড়িয়ে ২২ ক্যারেট সোনার নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
দেশের বাজারে স্বর্ণের দামে আবারও রেকর্ড গড়া হয়েছে। ভরিতে ৩ হাজার ৪৪ টাকা বাড়িয়ে ২২ ক্যারেট সোনার নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) থেকে এ দাম কার্যকর হবে।
বাজুস জানায়, আন্তর্জাতিক বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম বাড়ায় দেশের বাজারেও এ সমন্বয় করা হয়েছে।
বুধবার (৩ সেপ্টেম্বর) বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং-এর বৈঠকে নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত হয়। পরে কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তা জানানো হয়।
নতুন দর অনুযায়ী—
এ ছাড়া স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫% ভ্যাট ও বাজুস নির্ধারিত ন্যূনতম ৬% মজুরি যুক্ত হবে। তবে গয়নার নকশা ও মানভেদে মজুরির তারতম্য থাকতে পারে বলে জানিয়েছে বাজুস।
এসআর
মন্তব্য করুন: