দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও বেড়েছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্যানুযায়ী, বর্তমানে রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩১.৪৩ বিলিয়ন মার্কিন ডলার। আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) হিসাব অনুযায়ী, বিপিএম-৬ পদ্ধতিতে দেশের রিজার্ভ ২৬.৪৫ বিলিয়ন ডলার।
বুধবার (৩ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র জানান, আইএমএফের বিপিএম-৬ হিসাব অনুযায়ী রিজার্ভ ২,৬৪৫ কোটি ডলার, যেখানে ব্যাংকের নিজস্ব হিসাব অনুযায়ী মোট রিজার্ভ ৩,১৪৩ কোটি ২০ লাখ ডলার। এটি গত ২ সেপ্টেম্বর বিপিএম-৬ অনুযায়ী ২,৬৩৯ কোটি ৯৯ লাখ ডলার এবং বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাব অনুযায়ী ৩,১৩৮ কোটি ৮১ লাখ ডলার ছিল।
এছাড়া গত ২৮ আগস্ট বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ ছিল ২,৬১৯ কোটি ১২ লাখ ডলার, আর বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাব অনুযায়ী মোট রিজার্ভ ছিল ৩,১১৮ কোটি ৭১ লাখ ডলার।
বাংলাদেশ ব্যাংক জানায়, রিজার্ভ বৃদ্ধির ধারা অব্যাহত থাকায় দেশের বৈদেশিক মুদ্রার অবস্থার ওপর ইতিবাচক প্রভাব পড়ছে।
এসআর
মন্তব্য করুন: