[email protected] বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫
১৯ ভাদ্র ১৪৩২

এলপি গ্যাসের দাম কমলো ৩ টাকা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২ সেপ্টেম্বর ২০২৫ ৪:৩০ পিএম

সংগৃহীত ছবি

ভোক্তাপর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম (এলপি) গ্যাসের নতুন দাম ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

সেপ্টেম্বর মাসের জন্য প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ২৭৩ টাকা থেকে ৩ টাকা কমিয়ে ১ হাজার ২৭০ টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন দাম মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে কার্যকর হবে।

একই সঙ্গে ভোক্তা পর্যায়ে অটোগ্যাসের দামও সামান্য সমন্বয় করা হয়েছে। প্রতি লিটার অটোগ্যাস ১৩ পয়সা কমে নতুন দাম দাঁড়িয়েছে ৫৮ টাকা ১৫ পয়সা।

এর আগে আগস্ট মাসে এলপি গ্যাসের দাম ৯১ টাকা কমিয়ে প্রতি ১২ কেজি সিলিন্ডারের মূল্য নির্ধারণ করা হয়েছিল ১ হাজার ২৭৩ টাকা।

তখন অটোগ্যাসের দামও প্রতি লিটারে ৪ টাকা ১৮ পয়সা কমে দাঁড়িয়েছিল ৫৮ টাকা ২৮ পয়সা। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর