বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ও সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলো চলতি বছরের প্রথম ছয় মাসে (জানুয়ারি-জুন) মোট ১.২৫ বিলিয়ন মার্কিন ডলার সমমূল্যের বিনিয়োগ প্রস্তাব পেয়েছে।
ডলারপ্রতি ১২২ টাকা হিসেবে এ প্রস্তাবের পরিমাণ প্রায় ১৫ হাজার ২০০ কোটি টাকা।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত বিনিয়োগ সমন্বয় কমিটির পঞ্চম সভায় এ তথ্য জানানো হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী। এ সময় বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর এবং জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খানসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, প্রাপ্ত বিনিয়োগ প্রস্তাবের মধ্যে—
এর মধ্যে সবচেয়ে বেশি বিদেশি প্রস্তাব এসেছে চীনা প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে, যার পরিমাণ প্রায় ৩৩০ মিলিয়ন ডলার। এছাড়া সিঙ্গাপুর, যুক্তরাষ্ট্র ও সংযুক্ত আরব আমিরাত থেকেও উল্লেখযোগ্য বিনিয়োগ প্রস্তাব পাওয়া গেছে।
বিডার তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত প্রাপ্ত প্রস্তাবের মধ্যে ২৩১ মিলিয়ন ডলার চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। অর্থাৎ প্রাথমিক প্রস্তাব থেকে বাস্তব বিনিয়োগে রূপান্তরের হার প্রায় ১৮ শতাংশ, যা আন্তর্জাতিক গড় (১৫–২০ শতাংশ) এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
সভায় চট্টগ্রাম বন্দরের কনটেইনার জট নিরসনের বিষয়েও আলোচনা হয়। বর্তমানে বন্দরে প্রায় ৬,৫০০ কনটেইনার দীর্ঘদিন ধরে পড়ে আছে। গত দুই মাসে এসবের মধ্যে প্রায় ১,০০০ কনটেইনার নিলামে বিক্রি করা হয়েছে। আগামী মাসে আরও ৫০০ কনটেইনার নিলামে তোলা হবে বলে সভায় জানায় বন্দর কর্তৃপক্ষ। প্রধান উপদেষ্টার বিশেষ দূত নিলাম কার্যক্রম আরও গতিশীল করার নির্দেশ দেন।
বিনিয়োগ সমন্বয় কমিটির বৈঠকে ‘বাংলাদেশ বিজনেস পোর্টাল (বিবিপি)’ চালুর অগ্রগতি নিয়েও আলোচনা হয়। বিডা, বেজা, বেপজা ও বিসিকের সব সেবা একত্রিত করে তৈরি এই সমন্বিত অনলাইন প্ল্যাটফর্মের কাজ প্রায় শেষ পর্যায়ে। আগামী সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে এর সফট লঞ্চ এবং মাসের শেষ নাগাদ পূর্ণাঙ্গ উদ্বোধনের পরিকল্পনা রয়েছে।
এসআর
মন্তব্য করুন: