[email protected] বৃহঃস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫
১৩ ভাদ্র ১৪৩২

রিজার্ভ ফের ৩১ বিলিয়ন ডলার অতিক্রম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৭ আগষ্ট ২০২৫ ১০:৩৩ পিএম

সংগৃহীত ছবি

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। বুধবার (২৭ আগস্ট) শেষে গ্রস রিজার্ভ দাঁড়ায় ৩১ দশমিক ০৩ বিলিয়ন ডলার।

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাবপদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভের পরিমাণ হয়েছে ২৬ দশমিক ৩১ বিলিয়ন ডলার।

এর আগে গত রোববার (২৪ আগস্ট) গ্রস রিজার্ভ ছিল ৩০ দশমিক ৮৬ বিলিয়ন ডলার এবং বিপিএম-৬ অনুযায়ী ২৫ দশমিক ৮৭ বিলিয়ন ডলার।

গত মাসের শুরুর দিকে বাংলাদেশ এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নে (আকু) প্রায় ২.০২ বিলিয়ন ডলার পরিশোধ করে। এর ফলে গ্রস রিজার্ভ নেমে আসে ২৯ দশমিক ৫৩ বিলিয়ন ডলারে, আর বিপিএম-৬ অনুযায়ী ২৪ দশমিক ৫৬ বিলিয়ন ডলারে।

তবে রেমিট্যান্সে শক্তিশালী প্রবৃদ্ধি, রপ্তানি আয়ের উন্নতি এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর ঋণ সহায়তার কারণে জুন শেষে গ্রস রিজার্ভ বেড়ে দাঁড়ায় ৩১ দশমিক ৭২ বিলিয়ন ডলার।

উল্লেখ্য, ২০২১ সালের আগস্টে প্রথমবারের মতো রিজার্ভ ৪৮ বিলিয়ন ডলার অতিক্রম করেছিল। তবে ধারাবাহিক পতনের কারণে আওয়ামী লীগ সরকারের মেয়াদের শেষ দিকে, গত জুলাই শেষে রিজার্ভ কমে দাঁড়ায় মাত্র ২০ দশমিক ৪৮ বিলিয়ন ডলারে।

বর্তমানে অর্থ পাচারে নিয়ন্ত্রণ, হুন্ডি কমে যাওয়া এবং প্রবাসী আয় বৃদ্ধির কারণে ডলারের প্রবাহ আবার বাড়ছে। চলতি ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী আয় আগের বছরের তুলনায় প্রায় ২৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩০ দশমিক ৩৩ বিলিয়ন ডলারে। এ ছাড়া চলতি অর্থবছরের ২০ আগস্ট পর্যন্ত দেশে এসেছে ৪.১২ বিলিয়ন ডলার রেমিট্যান্স, যা গত বছরের একই সময়ের তুলনায় ১৯ দশমিক ৬০ শতাংশ বেশি।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর