[email protected] বৃহঃস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫
১৩ ভাদ্র ১৪৩২

পাঁচ মাসে ১২ হাজার ২০০ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব পেল বিডা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬ আগষ্ট ২০২৫ ১১:৩১ পিএম

সংগৃহীত ছবি

গত বছরের ডিসেম্বর থেকে চলতি বছরের এপ্রিল পর্যন্ত বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) কাছে প্রায় ১০০ কোটি ডলারের সমপরিমাণ বিনিয়োগ প্রস্তাব এসেছে।

ডলারপ্রতি ১২২ টাকা হিসেবে এ প্রস্তাবের আর্থিক পরিমাণ দাঁড়ায় প্রায় ১২ হাজার ২০০ কোটি টাকা।

বিডা সূত্রে জানা গেছে, প্রাপ্ত বিনিয়োগ প্রস্তাবের প্রায় ২০ শতাংশ ইতোমধ্যেই চুক্তি স্বাক্ষর, জমি ইজারা এবং বরাদ্দপত্র প্রদানের মতো অগ্রসর ধাপে পৌঁছেছে। বাকিগুলো ধাপে ধাপে বাস্তবায়নের দিকে অগ্রসর হচ্ছে।

বিডার বিজনেস ডেভেলপমেন্ট প্রধান নাহিয়ান রহমান রোচি বলেন, “এই বিনিয়োগ প্রবাহ একটি ইতিবাচক সংকেত। বিনিয়োগকারীরা বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলগুলোতে (এসইজেড) ক্রমবর্ধমান আগ্রহ দেখাচ্ছেন। এটি সরকারের শিল্পায়ন প্রক্রিয়াকে আরও গতিশীল করবে।”

তিনি আরও জানান, শুধু বিনিয়োগের পরিমাণ নয়, মান ও স্থায়িত্ব নিশ্চিত করাও বিডার অগ্রাধিকার। প্রক্রিয়া সহজীকরণ অব্যাহত থাকলে আগামী কয়েক মাসে আরও কার্যকর ফল আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) তথ্য অনুযায়ী, প্রস্তাবিত বিনিয়োগের প্রায় ৬০ শতাংশ বর্তমানে অনুসন্ধানী বা যথাযথ যাচাই-বাছাই পর্যায়ে রয়েছে। এর মধ্যে রয়েছে সম্ভাব্যতা সমীক্ষা, প্রাথমিক আলোচনা ও প্রকল্প পরিকল্পনা। এছাড়া আরও ২০ শতাংশ প্রস্তাব গভীর পর্যালোচনায় রয়েছে, যা আনুষ্ঠানিক নথিপত্রের পূর্ববর্তী ধাপ।

বিনিয়োগকারীদের সুবিধার্থে একটি ইউনিফাইড ইনভেস্টমেন্ট পোর্টাল চালুর উদ্যোগ নিয়েছে বেজা। এ বিষয়ে বেজার পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের নির্বাহী সদস্য মো. নজরুল ইসলাম বলেন, “এই পোর্টালে বিনিয়োগের অগ্রগতি, জমির প্রাপ্যতা ও অনুমোদন সংক্রান্ত তথ্য এক প্ল্যাটফর্মে পাওয়া যাবে। এতে বিনিয়োগকারীদের আস্থা বাড়বে, প্রশাসনিক সময় কমবে এবং রিয়েল টাইমে অগ্রগতি পর্যবেক্ষণ করা সম্ভব হবে।”

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর