[email protected] বৃহঃস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫
১৩ ভাদ্র ১৪৩২

বাংলাদেশ ব্যাংকের নিট মুনাফা সাড়ে ২২ হাজার কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬ আগষ্ট ২০২৫ ৭:৫৪ পিএম

সংগৃহীত ছবি

২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশ ব্যাংকের নিট মুনাফা দাঁড়িয়েছে ২২ হাজার ৬০০ কোটি টাকা।

যা আগের বছরের তুলনায় প্রায় ৭ হাজার ৩০০ কোটি টাকা বেশি। মূলত ট্রেজারি বিল, বন্ড এবং সরকারের কাছ থেকে প্রাপ্ত সুদের আয়ের ওপর ভিত্তি করেই এই মুনাফা অর্জিত হয়েছে। সদ্য সমাপ্ত অর্থবছরে মোট পরিচালন আয় ছিল প্রায় ৩৩ হাজার কোটি টাকা। সেখান থেকে ব্যয় ও কর পরিশোধের পর চূড়ান্ত মুনাফা নির্ধারণ করা হয়।

পরিসংখ্যান বলছে, পরপর তিন অর্থবছরে বাংলাদেশ ব্যাংকের মুনাফা ধারাবাহিকভাবে বেড়েছে। ২০২২-২৩ অর্থবছরে নিট মুনাফা ছিল ১০ হাজার ৭৪৮ কোটি টাকা, ২০২৩-২৪ অর্থবছরে তা বেড়ে দাঁড়ায় ১৫ হাজার ৩০০ কোটিতে। আর চলতি অর্থবছরে তা সাড়ে ২২ হাজার কোটির ঘর ছুঁয়ে ফেলেছে। অর্থনীতিবিদদের মতে, এই প্রবৃদ্ধি দেশের কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক সক্ষমতা বৃদ্ধির সুস্পষ্ট প্রতিফলন।

অর্থনীতি বিশেষজ্ঞরা বলছেন, কেন্দ্রীয় ব্যাংকের মুনাফা বৃদ্ধি দেশের আর্থিক ব্যবস্থার স্থিতিশীলতার প্রতিচ্ছবি। এতে সরকারের রাজস্ব আদায়ে সহায়তা যেমন বাড়ে, তেমনি আর্থিক ব্যবস্থাপনায় বাংলাদেশ ব্যাংকের স্বাধীনতা ও সক্ষমতাও বৃদ্ধি পায়।

এরই মধ্যে ব্যাংকের বোর্ড সিদ্ধান্ত নিয়েছে, কর্মকর্তা-কর্মচারীদের বেসিক বেতনের ছয় গুণ সমপরিমাণ ইনসেনটিভ বোনাস দেওয়া হবে। যদিও বিষয়টি নিয়ে সমালোচনা রয়েছে, বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে—এটি ব্যাংকের নিজস্ব নীতিমালার আওতায় এবং অর্জিত মুনাফার অংশ হিসেবেই প্রদান করা হবে।

শুধু গত অর্থবছরেই বাংলাদেশ ব্যাংক সরকারকে দিয়েছে ১০ হাজার ৬৫২ কোটি টাকা। এবারের মুনাফা তার প্রায় দ্বিগুণ হওয়ায় সরকারের রাজস্ব ব্যবস্থাপনাতেও ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে।

বিশ্ব অর্থনীতির অনিশ্চয়তা ও অভ্যন্তরীণ নানা চ্যালেঞ্জ সত্ত্বেও বাংলাদেশ ব্যাংকের এই মুনাফা বৃদ্ধি দেশের অর্থনীতির জন্য নিঃসন্দেহে এক ইতিবাচক বার্তা।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর