[email protected] বৃহঃস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫
১৩ ভাদ্র ১৪৩২

সবজির বাজারে আগুন, নাভিশ্বাস সাধারণ মানুষের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৪ আগষ্ট ২০২৫ ৫:৩৮ পিএম

রাজধানীর সবজি বাজার এখন যেন আগুনে পুড়ছে।

৮০ থেকে ১০০ টাকার নিচে সবজি খুঁজে পাওয়া দুষ্কর হয়ে পড়েছে। ক্রেতাদের অভিযোগ, কাঁচাবাজারের এই অস্বাভাবিক দাম তাদের অসহায় করে তুলেছে। বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণি সবচেয়ে বেশি বিপাকে পড়েছে।

রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে—

করলা বিক্রি হচ্ছে কেজি ১০০–১২০ টাকায়

শসা ৮০ টাকা

ঢেঁড়স ৮০–৯০ টাকা

টমেটো ১৮০ টাকা

পটল ৮০–৯০ টাকা

বরবটি ১০০–১২০ টাকা

ঝিঙা ৮০ টাকা

গোল বেগুন ১৪০–১৫০ টাকা

লম্বা বেগুন ৮০–১০০ টাকা

কাঁচা মরিচ ২৪০–২৮০ টাকা

এছাড়া কচুর লতি, কাকরোল, কচু, ধুন্দুলসহ প্রায় সব ধরনের সবজি ৮০ টাকার নিচে নেই। তুলনামূলকভাবে সস্তায় পাওয়া যাচ্ছে শুধু পেঁপে (৩০ টাকা কেজি) ও মিষ্টি কুমড়া (৫০–৬০ টাকা)।

গত বছরের তুলনায় দ্বিগুণ দাম

কৃষি বিপণন অধিদপ্তরের তথ্য বলছে, গত বছর এই সময় পটল বিক্রি হয়েছিল ৩০–৫০ টাকায়, বরবটি ৫০–৮০ টাকা, বেগুন ৬০–১০০ টাকা, শসা ৩০–৬৫ টাকা ও করলা ৫৫–৮০ টাকায়। অর্থাৎ এ বছর প্রায় সব সবজির দাম দ্বিগুণ হয়েছে।

কেন বাড়ছে দাম?

পাইকারি ও খুচরা ব্যবসায়ী, ক্রেতা এবং আড়তদারদের সঙ্গে কথা বলে জানা গেছে কয়েকটি প্রধান কারণ—

বর্ষার ক্ষতি: জুলাই–আগস্টে বৃষ্টি ও বন্যায় সবজির খেত নষ্ট হওয়ায় উৎপাদন কমেছে।

সরবরাহ সংকট: কম সরবরাহের সুযোগে ব্যবসায়ীরা দাম বাড়াচ্ছেন।

হাতবদলের খরচ: ট্রাক থেকে আড়ত, আড়ত থেকে খুচরা— প্রতিটি স্তরে দাম বাড়ছে।

অতিরিক্ত খরচ: পরিবহন ভাড়া, কর্মচারীর বেতন ও নানা খাতের বাড়তি ব্যয়ও যুক্ত হচ্ছে।

ক্রেতাদের হতাশা

রামপুরা বাজারে ক্রেতা সজিবুল ইসলাম বলেন, “সবজির যে দাম, তাতে আধা কেজি করেই কিনতে হচ্ছে। কিছু সবজি কেনার সাহসও পাচ্ছি না।”

মালিবাগ বাজারের ক্রেতা আব্দুর রাজ্জাক বলেন, “মাছ-মাংসের দাম বেশি হলে আমরা সবজির ওপর নির্ভর করতাম। কিন্তু এখন সবজিও বিলাসপণ্য হয়ে

বাড্ডার খুচরা বিক্রেতা রমজান আলী জানান, “যে বেগুন আগে ৫০ টাকায় কিনতাম, এখন পাইকারি বাজারেই ১০০ টাকা কেজি। তাহলে আমরা কমে বিক্রি করব কীভাবে?”

কারওয়ান বাজারের পাইকারি ব্যবসায়ী নাছির উদ্দিন বলেন, “ট্রাক থেকে নামানোর আগেই মাল হাতবদল হয়। এতে দাম কয়েক ধাপ বেড়ে যায়। এর সঙ্গে যোগ হয়েছে উৎপাদন কমে যাওয়া। ফলে বাজারে সবজির দাম চড়ছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর