[email protected] বৃহঃস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫
১৩ ভাদ্র ১৪৩২

ঢাকায় ‌‘অ্যাডভান্সমেন্ট ইন স্পাইন সার্জারি’ শীর্ষক সিএমই অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮ আগষ্ট ২০২৫ ৬:৪৮ পিএম

সংগৃহীত ছবি

রাজধানীর ধানমন্ডির গ্রীন গার্ডেন রেস্টুরেন্টে গতকাল রোববার অনুষ্ঠিত হয়েছে ‘অ্যাডভান্সমেন্ট ইন স্পাইন সার্জারি’ শীর্ষক একটি কন্টিনিউয়িং মেডিকেল এডুকেশন (CME) অনুষ্ঠান।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ভারতের নয়াদিল্লির ইন্ডিয়ান স্পাইনাল ইনজুরিস সেন্টারের অ্যাসোসিয়েট ডিরেক্টর ও স্পাইন সার্জারি ইউনিট প্রধান ডা. গুরুরাজ এম।

তিনি স্পাইন সার্জারির সর্বশেষ অগ্রগতি, আধুনিক প্রযুক্তি এবং উদ্ভাবনী চিকিৎসা পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। একই সঙ্গে এসব অগ্রগতি রোগীদের দ্রুত আরোগ্য এবং উন্নত চিকিৎসা সুবিধা কীভাবে নিশ্চিত করছে, সে বিষয়েও আলোকপাত করেন।

সিএমই আয়োজন করে ইন্ডিয়ান স্পাইনাল ইনজুরিস সেন্টার, নয়াদিল্লি। প্রায় ৫০ জন চিকিৎসক ও মেডিকেল ফ্যাসিলিটেটর এতে অংশগ্রহণ করেন। তারা আলোচনায় সক্রিয়ভাবে যুক্ত হয়ে অভিজ্ঞতা বিনিময় করেন এবং উন্নত স্পাইন কেয়ার নিয়ে ভবিষ্যৎ সহযোগিতার সম্ভাবনা নিয়ে মতবিনিময় করেন।

কৃতজ্ঞতা জ্ঞাপনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর