বাংলাদেশ ব্যাংকের সাবেক তিন গভর্নর ও ছয় ডেপুটি গভর্নরের ব্যাংক হিসাবের বিস্তারিত তথ্য চেয়ে সব ব্যাংকের কাছে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।
বুধবার (১৩ আগস্ট) জারি করা ওই চিঠিতে বলা হয়, সংশ্লিষ্ট ব্যক্তিদের অ্যাকাউন্ট খোলার ফরম, লেনদেনের বিবরণ, কেওয়াইসি (গ্রাহক পরিচিতি) তথ্যসহ প্রয়োজনীয় সব নথি তিন কর্মদিবসের মধ্যে জমা দিতে হবে।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুরোধে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
তালিকায় থাকা সাবেক গভর্নররা হলেন—ড. আতিউর রহমান, ফজলে কবির এবং আব্দুর রউফ তালুকদার। এর মধ্যে আওয়ামী লীগ সরকার পতনের পর ড. আতিউর রহমান বিদেশে চলে যান, আর আব্দুর রউফ তালুকদার পলাতক অবস্থায় ২০২৪ সালের ৭ আগস্ট ই-মেইলের মাধ্যমে পদত্যাগ করেন।
সাবেক ছয় ডেপুটি গভর্নর হলেন—দুদকের মামলায় বর্তমানে কারাবন্দি এস কে সুর চৌধুরী, বিএফআইইউ প্রধানের পদ থেকে পদত্যাগে বাধ্য হওয়া মো. মাসুদ বিশ্বাস, তার আগের দীর্ঘদিনের প্রধান আবু হেনা মো. রাজী হাসান, এসএম মনিরুজ্জামান, কাজী ছাইদুর রহমান ও আবু ফরাহ মো. নাছের।
বিএফআইইউর চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে, কারও ব্যাংক হিসাব বর্তমানে বন্ধ থাকলেও তার সম্পর্কিত তথ্য জমা দিতে হবে।
এসআর
মন্তব্য করুন: