চলতি আগস্ট মাসের প্রথম পাঁচ দিনেই রেমিট্যান্সপ্রবাহে বড়সড় উল্লম্ফন দেখা গেছে।
এই সময়ে বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রবাসী বাংলাদেশিরা দেশে পাঠিয়েছেন ৩২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ হাজার ১ কোটি টাকার সমান (প্রতি ডলার ১২০ টাকা হিসাবে)।
বুধবার (৬ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এই তথ্য জানান।
তিনি বলেন, “আগস্টের প্রথম পাঁচ দিনে যেভাবে রেমিট্যান্স এসেছে, তাতে পুরো মাসে এই ধারা অব্যাহত থাকলে রেকর্ড গড়ার সম্ভাবনা রয়েছে।”
গত বছরের একই সময়ের তুলনায় এবার রেমিট্যান্সপ্রবাহ উল্লেখযোগ্য হারে বেড়েছে। ২০২৪ সালের আগস্টের প্রথম পাঁচ দিনে দেশে এসেছিল ১৮ কোটি ১০ লাখ ডলার। সে হিসেবে এবার বেড়েছে ১৪ কোটি ৭০ লাখ ডলার, যা টাকায় প্রায় ১ হাজার ৭৯৩ কোটি।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে রেমিট্যান্স এসেছে ২৪৭ কোটি ৭৯ লাখ ১০ হাজার ডলার বা প্রায় ৩০ হাজার ২৩৯ কোটি টাকা। তবে ওই মাসে ৮টি ব্যাংকের মাধ্যমে কোনো রেমিট্যান্স আসেনি বলে জানা গেছে।
এর আগের অর্থবছর (২০২৪-২৫) জুড়েও রেমিট্যান্সপ্রবাহ ছিল ইতিবাচক ধারা।
বিদায়ী ২০২৪-২৫ অর্থবছরে মোট রেমিট্যান্স এসেছে ৩০ দশমিক ৩৩ বিলিয়ন ডলার, যা আগের অর্থবছরের তুলনায় ২৬ দশমিক ৮ শতাংশ বেশি। ২০২৩-২৪ অর্থবছরে রেমিট্যান্স এসেছিল ২৩ দশমিক ৯১ বিলিয়ন ডলার।
বাংলাদেশ ব্যাংকের মতে, অবৈধ হুন্ডি চ্যানেল ঠেকাতে প্রণোদনা ও বৈধ চ্যানেলে রেমিট্যান্স পাঠানোর প্রচারণা জোরদার করায় এ ধারা ফিরে এসেছে।
এসআর
মন্তব্য করুন: