চলতি জুলাই মাসে রেমিট্যান্স প্রবাহে উল্লেখযোগ্য বৃদ্ধি দেখা গেছে।
মাসের প্রথম ২৯ দিনেই প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ২২৭ কোটি ৬০ লাখ মার্কিন ডলার, যা প্রতিদিন গড়ে ৭ কোটি ৮৫ লাখ ডলার রেমিট্যান্স প্রবাহের নির্দেশক।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বুধবার (৩০ জুলাই) এ তথ্য জানান।
তিনি বলেন, “জুলাই মাসের প্রথম ২৯ দিনে দেশে ২২৭ কোটি ৬০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে, যেখানে গত বছরের একই সময়ে এসেছিল ১৭৩ কোটি ২০ লাখ ডলার। ফলে বছরওয়ারি হিসাবে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ৩১ দশমিক ৫০ শতাংশ।”
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, শুধু ২৯ জুলাই একদিনেই প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৮ কোটি ৯০ লাখ ডলার, যা একক দিনের জন্য উল্লেখযোগ্য অঙ্ক।
এদিকে সদ্যসমাপ্ত ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী আয় রেকর্ড ছুঁয়েছে। অর্থবছরজুড়ে মোট রেমিট্যান্স এসেছে ৩০ দশমিক ৩২ বিলিয়ন মার্কিন ডলার, অর্থাৎ ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ ডলার—যা দেশের ইতিহাসে কোনো এক অর্থবছরে সর্বোচ্চ রেমিট্যান্স আয়।
বিশেষজ্ঞরা বলছেন, রেমিট্যান্স প্রবাহে এই ঊর্ধ্বগতি বৈদেশিক মুদ্রার রিজার্ভ স্থিতিশীল রাখার পাশাপাশি অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।
এসআর
মন্তব্য করুন: