[email protected] বুধবার, ২৩ জুলাই ২০২৫
৮ শ্রাবণ ১৪৩২

বাড়ল সোনার দাম, রইল রূপা আগের দামে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২ জুলাই ২০২৫ ১০:০১ পিএম

সংগৃহীত ছবি

দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম।

সবচেয়ে ভালো মানের (২২ ক্যারেট) প্রতি ভরি সোনার দাম ১ হাজার ৫০ টাকা বাড়িয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭১ হাজার ৬০১ টাকা।

মঙ্গলবার (২২ জুলাই) বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) ‘স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং’-এর বৈঠকে এ সিদ্ধান্ত নেয়। কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। নতুন মূল্য বুধবার (২৩ জুলাই) থেকে কার্যকর হবে।

বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম বেড়ে যাওয়ায় এই সমন্বয় করা হয়েছে।

  • ২২ ক্যারেট: ১,৭১,৬০১ টাকা (বৃদ্ধি: ১,০৫০ টাকা)
  • ২১ ক্যারেট: ১,৬৩,৭৯৮ টাকা (বৃদ্ধি: ১,০০৪ টাকা)
  • ১৮ ক্যারেট: ১,৪০,৪০০ টাকা (বৃদ্ধি: ৮৫২ টাকা)
  • সনাতন পদ্ধতি: ১,১৬,১২৭ টাকা (বৃদ্ধি: ৭৩৫ টাকা)

সোনার দামের সঙ্গে রূপার দামে কোনো পরিবর্তন আসেনি। আগের মতোই রূপার দর নির্ধারিত রয়েছে:

  • ২২ ক্যারেট রূপা: ২,৮১১ টাকা
  • ২১ ক্যারেট: ২,৬৮৩ টাকা
  • ১৮ ক্যারেট: ২,২৯৮ টাকা
  • সনাতন পদ্ধতি: ১,৭২৬ টাকা

এর আগে ৮ জুলাই সোনার দাম কমানো হয়েছিল। তারও আগে ২ জুলাই বাড়ানো হয়েছিল দাম। বাজার পরিস্থিতি ও কাঁচামালের দামের পরিবর্তনের ভিত্তিতে এই দাম পুনঃনির্ধারণ করে বাজুস।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর