[email protected] মঙ্গলবার, ৭ জানুয়ারি ২০২৫
২৩ পৌষ ১৪৩১

যেভাবে গতিশীল করা যেতে পারে শেয়ারবাজার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৮ আগষ্ট ২০২৪ ১১:৪৯ এএম

গত ১৫ বছরে দেশের শেয়ারবাজারে ব্যাপক অনিয়মের অভিযোগ রয়েছে।

কারসাজির মাধ্যমে শেয়ারবাজার থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়েছে একটি চক্র। একের পর এক দুর্বল কোম্পানিকে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে টাকা তোলার সুযোগ করে দেওয়া হয়েছে।

নিয়ন্ত্রক সংস্থার একের পর এক অযাচিত হস্তক্ষেপে শেয়ারবাজারের প্রাণপ্রদীপ নিভু নিভু অবস্থা। এ পরিস্থিতিতে শেয়ারবাজারে গতিশীলতা আনতে বিভিন্ন পরামর্শ দিয়েছেন বাজার সংশ্লিষ্টরা।

বিশ্লেষকরা বলছেন, গত ১৫ বছরে শেয়ারবাজারে ব্যাপক অনিয়ম হয়েছে। প্রথমেই গত ১৫ বছরে যেসব অনিয়ম হয়েছে, তা বের করতে তদন্ত কমিটি গঠন করতে হবে। সেই তদন্ত কমিটির সুপারিশের আলোকে করতে হবে বিভিন্ন সংস্কার। পাশাপাশি বাজারে ভালো ভালো কোম্পানির আইপিও আনার ব্যবস্থা করতে হবে। তাহলে বাজারের প্রতি বিনিয়োগকারীদের আস্থা ফিরবে এবং নতুন ভালো ভালো বিনিয়োগকারী আসবেন।

শেয়ারবাজার গতিশীল করতে কোন ধরনের পদক্ষেপ নেওয়া উচিত- এমন প্রশ্ন করলে বিএসইসির সাবেক চেয়ারম্যান ও শেয়ারবাজার বিশ্লেষক ফারুক আহমেদ সিদ্দিকী জাগো নিউজকে বলেন, ‘নিয়ন্ত্রক সংস্থাকে বাজারে হস্তক্ষেপ না করা, নিরপেক্ষভাবে কাজ করা এবং কারসাজি বন্ধ করা- এটুকু করলেই শেয়ারবাজার গতিশীল হবে। আর কিছু করা লাগবে না।’

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালক রিচার্ড ডি’ রোজারিওর বলেন, ‘আমাদের বাজারে কিছু পার্মানেন্ট ড্যামেজ হয়েছে। এই ড্যামেজগুলো রিপেয়ার করতে গেলে সময় লাগবে। এগুলোর সমাধান রাতারাতি সম্ভব না। বাংলাদেশে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ভিতরের জায়গাগুলো ঠিক করতে হবে। বিএসইসিতে অনেক ভালো লোকও আছে। তাদের দিয়ে কাজ করাতে হবে মূল জায়গাগুলোতে। যে আইন-কানুনগুলো খুব সাংঘর্ষিক, সেগুলো ঠিক করতে হবে।’

আস্থা ফেরার জন্য কী ধরনের পদক্ষেপ নিতে হবে। এমন প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘বাজার স্বাভাবিক করে দিতে হবে। বাজার স্বাভাবিক করলে পড়বে, আবার নিজে নিজেই উঠে যাবে। এই মুহূর্তে যদি বাজার একটু বেটার অবস্থায় থাকে, তাহলে ৩ শতাংশের যে বাধা (একদিনে দাম কমার সীমা) সেটা তুলে দিতে হবে। স্বাভাবিক সার্কিট ব্রেকার কার্যকর করতে হবে। জেড গ্রুপের ক্ষেত্রে আগের যে আইন-কানুন ছিল সেটা থাকবে (লভ্যাংশ না দিলে জেড গ্রুপে যাবে)। নতুন করে আইন-কানুন করার আর কোনো মানে হয় না। দুদিন পরপর নিয়ম পরিবর্তন করা যাবে না।’

শেয়ারবাজার গতিশীল করতে কোন ধরনের সংস্কার বা পদক্ষেপ নেওয়া প্রয়োজন- এমন প্রশ্ন রাখা হয় ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডিবিএ) সভাপতি সাইফুল ইসলামের কাছে। তিনি জাগো নিউজকে বলেন, ‘শেয়ারবাজার গতিশীল করার জন্য ভালো কোম্পানি ছাড়া উপায় নেই। প্রচুর পরিমাণে ভালো কোম্পানির শেয়ারবাজারে আনতে হবে। এটাতো রাতারাতি আনা যাবে না। এর জন্য সরকারি কোম্পানির শেয়ারগুলো এই মুহূর্তে বাজারে আনা দরকার।’

তিনি বলেন, ‘বাজার যদি ঠিক করতে হয়, তাহলে বাজারে এ পর্যন্ত কী কী অনিয়ম হলো আগে এটার একটা খতিয়ান বের করতে হবে। ক্ষতিয়ান বের করে যেটা করণীয়, সেটা যথাযথ করতে হবে। তাছাড়া মানুষ আস্থা ফিরে পাবে না। মানুষ দেখতে চায় যে চেঞ্জ আমরা বলছি, আসলে চেঞ্জটা কোথায় এবং হয়েছে কি না। এটার জন্য আপনাকে তো কিছু করে দেখাতে হবে।’

ডিবিএ সভাপতি বলেন, ‘আমাদের এখানে গত ১৫ বছরে নিয়ন্ত্রক সংস্থার তত্ত্বাবধানেই সব অনিয়ম হয়েছে। আগে বের করতে হবে রেগুলেটরি ফ্রেমওয়ার্কে কোথায় গাফিলতি ছিল। অনিয়ম হয়েছে মার্কেটের লোক হিসেবে সেটা আমরা দেখি। কিন্তু কী পরিমাণ অনিয়ম হয়েছে, সেটার তথ্য আমাদের কাছে নেই। এটার জন্য তদন্ত করতে হবে।

বাজারে কী কী অনিয়ম হয়েছে তা বের করার জন্য একটা তদন্ত কমিটি গঠন করতে হবে। তদন্ত কমিটি করে বের করতে হবে কোথায় কোথায় অনিয়ম হয়েছে। সেখানেই সংস্কারের প্রস্তাব আসবে।’

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর