আগামী ৫ আগস্ট (সোমবার) সারা দেশে ব্যাংক বন্ধ থাকবে।
‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে এ দিনটি সরকারি ছুটি হিসেবে ঘোষণা করেছে অন্তর্বর্তীকালীন সরকার। এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংক দেশের সব তফসিলি ব্যাংক বন্ধ রাখার নির্দেশনা জারি করেছে।
বৃহস্পতিবার (১৭ জুলাই) বাংলাদেশ ব্যাংকের অফ-সাইট সুপারভিশন বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি ছুটির কারণে ৫ আগস্ট সোমবার দেশের সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে। এ কারণে আর্থিক প্রতিষ্ঠান, গ্রাহক ও সংশ্লিষ্ট সবার প্রতি আগেভাগে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই মাসে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ছাত্র-জনতার আন্দোলন ক্রমে বেগবান হয়ে এক সময় গণ-অভ্যুত্থানে রূপ নেয়। টানা ৩৬ দিনের সেই আন্দোলনের প্রেক্ষাপটে ৫ আগস্ট পরিবর্তিত হয় দেশের রাজনৈতিক দৃশ্যপট।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু হওয়া এ আন্দোলন অল্প সময়ের মধ্যেই ছড়িয়ে পড়ে দেশের প্রায় সব বিশ্ববিদ্যালয় ও কলেজে। সরকারের প্রতিক্রিয়ায় দেখা যায় গুলি, টিয়ারশেল ও বলপ্রয়োগ। সামাজিক যোগাযোগমাধ্যমে বিধিনিষেধ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যায়নি।
জনপ্রতিরোধ ও প্রাণহানির ঘটনায় দেশজুড়ে চাপ বাড়তে থাকলে শেষপর্যন্ত ৫ আগস্ট পদত্যাগ করে ক্ষমতা ছাড়ে দীর্ঘদিনের ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার।
দিনটিকে স্মরণে রাখতে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ হিসেবে সরকারি ছুটির ঘোষণা দেওয়া হয়েছে। এই উপলক্ষে বিভিন্ন কর্মসূচিও গ্রহণ করা হতে পারে বলে জানা গেছে।
এসআর
মন্তব্য করুন: