[email protected] শনিবার, ১৯ জুলাই ২০২৫
৪ শ্রাবণ ১৪৩২

রিজার্ভ আবারও ৩০ বিলিয়ন ডলারের ঘরে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬ জুলাই ২০২৫ ৯:৫৮ পিএম

সংগৃহীত ছবি

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারও ৩০ বিলিয়ন ডলারের মাইলফলক অতিক্রম করেছে।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হিসাব অনুযায়ী, বুধবার (১৬ জুলাই) পর্যন্ত মোট রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩০ দশমিক ০২ বিলিয়ন ডলার, যা টাকায় ৩ হাজার ২ কোটি ৬৬ লাখ ২০ হাজার মার্কিন ডলারের সমপরিমাণ।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানান, আন্তর্জাতিক মানদণ্ড ব্যালান্স অব পেমেন্ট অ্যান্ড ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট পজিশন ম্যানুয়াল (BPM6) অনুযায়ী বর্তমানে রিজার্ভের পরিমাণ ২৪ দশমিক ৯৯ বিলিয়ন ডলার। তবে কেন্দ্রীয় ব্যাংকের নিজস্ব হিসাবে রিজার্ভ ৩০ বিলিয়নের ঘর অতিক্রম করেছে।

এর আগে ৩ জুলাই পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের হিসাবে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল ৩১ দশমিক ৫৭ বিলিয়ন ডলার, আর BPM6 অনুযায়ী হিসাব করলে তা ছিল ২৬ দশমিক ৫১ বিলিয়ন ডলার। সে সময় ব্যবহারযোগ্য রিজার্ভের পরিমাণ ছিল ২০ বিলিয়ন ডলারেরও বেশি।

চলতি জুলাই মাসের শুরুতে বাংলাদেশ ব্যাংক এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন (আকু) এর সদস্য দেশগুলোকে ২ দশমিক ০২ বিলিয়ন ডলার পরিশোধ করে। এত বড় পরিমাণ অর্থ পরিশোধ সত্ত্বেও রিজার্ভে উল্লেখযোগ্য ধাক্কা লাগেনি। বরং ১৬ জুলাই শেষে তা দাঁড়ায় ২৯ দশমিক ৫৩ বিলিয়ন ডলারে, যা BPM6 হিসাবে ২৪ দশমিক ৪৬ বিলিয়ন ডলার।

বাংলাদেশ ব্যাংকের মতে, রপ্তানি আয় ও প্রবাসী আয় (রেমিট্যান্স) বেড়ে যাওয়ার ফলে বৈদেশিক মুদ্রার রিজার্ভে স্থিতিশীলতা বজায় রাখা সম্ভব হয়েছে। ব্যাংক কর্তৃপক্ষ আশাবাদী, এ প্রবণতা অব্যাহত থাকলে সামনের দিনগুলোতে রিজার্ভ আরও শক্তিশালী হবে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর