[email protected] শনিবার, ১৯ জুলাই ২০২৫
৪ শ্রাবণ ১৪৩২

এনবিআরের আন্দোলনের জেরে আরও ৯ কর কর্মকর্তা বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫ জুলাই ২০২৫ ৩:৪৬ পিএম

সংগৃহীত ছবি

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চলমান আন্দোলনের প্রেক্ষাপটে আরও ৯ জন আয়কর ক্যাডার কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

মঙ্গলবার (১৫ জুলাই) এ আদেশ জারি করা হয়। বরখাস্তদের মধ্যে আন্দোলনের সামনের সারিতে থাকা মোনালিসা শাহরীন সুস্মিতা অন্যতম।

সূত্র জানায়, বরখাস্তের আশঙ্কায় অনেক কর্মকর্তা আন্দোলন থেকে সরে দাঁড়ান এবং ব্যাচ ধরে এনবিআর চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করে দুঃখ প্রকাশ করেন। তবে আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখায় এ ৯ জনের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

এনবিআর সূত্র বলছে, শৃঙ্খলা ভঙ্গ ও সরকারি কর্মচারী আচরণ বিধিমালা লঙ্ঘনের অভিযোগে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর