[email protected] মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫
৩১ আষাঢ় ১৪৩২

১৮৭৪ কোটি টাকার রাজস্ব ফাঁকির তথ্য উদঘাটন : এনবিআর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪ জুলাই ২০২৫ ৮:৪৩ পিএম

সংগৃহীত ছবি

মাত্র সাত মাসে ১ হাজার ৮৭৪ কোটি টাকার রাজস্ব ফাঁকির তথ্য উদঘাটন করেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট।

এ সময়ের মধ্যে ১৮৩ ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে কর ফাঁকির প্রমাণ মিলেছে।

সোমবার (১৪ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে এনবিআর।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত সাত মাসে পরিচালিত গোয়েন্দা কার্যক্রমের ভিত্তিতে প্রাথমিক তদন্তে এই বিপুল অঙ্কের রাজস্ব ফাঁকির তথ্য পাওয়া গেছে। ইতোমধ্যে ৬৩ ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে ২৩১টি চালানের মাধ্যমে মোট ১১৭ কোটি ৪৩ লাখ টাকা আদায় করে সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।

এনবিআরের ভাষ্য অনুযায়ী,
“সুনির্দিষ্ট কর ফাঁকির তথ্যের ভিত্তিতে শতাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। তদন্ত ও অনুসন্ধান অব্যাহত রয়েছে।”

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিটের এ ধরনের তৎপরতা শুধু রাজস্ব আদায়ের ক্ষেত্রেই নয়, বরং করদাতাদের আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে উৎসাহিত করছে এবং দেশে একটি সুশৃঙ্খল ও ন্যায্য কর সংস্কৃতি গড়ে তুলতেও ভূমিকা রাখছে।

 

শুল্ক ও কর ফাঁকি প্রতিরোধে এনবিআরের অধীনে আয়কর ইউনিট ছাড়াও রয়েছে পৃথক ভ্যাট ও শুল্ক গোয়েন্দা ইউনিট। পাশাপাশি, এসব ইউনিটের কার্যক্রম সমন্বয়ের জন্য কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি) নামেও একটি স্বতন্ত্র ইউনিট কাজ করছে, যা সমন্বিত নজরদারির মাধ্যমে ফাঁকি ও অনিয়ম রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর