যুক্তরাষ্ট্র-বাংলাদেশ শুল্ক আলোচনার তিন দিনের সফর শেষে দেশে ফিরে অর্থনীতিবিদ ও শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে বসেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
সোমবার (১৪ জুলাই) বিকেল পৌনে ৪টার দিকে বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে এ বৈঠক শুরু হয়। এতে অংশ নেন বাণিজ্যসচিব মাহবুবুর রহমান, সানেমের নির্বাহী পরিচালক ড. সেলিম রায়হান, র্যাপিডের চেয়ারম্যান ড. আব্দুর রাজ্জাক, পলিসি এক্সচেঞ্জের চেয়ারম্যান ড. মাশরুর রিয়াজ, আন্তর্জাতিক বাণিজ্য বিশ্লেষক মোস্তফা আবিদ খান, এমসিসিআই-এর সাবেক সভাপতি নাসিম মঞ্জুর, চেম্বার সভাপতি আনোয়ার উল আলম চৌধুরী, বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বাবু, বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম প্রমুখ।
বৈঠক শেষে বিকেল ৪টা ৩০ মিনিটে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে অংশ নেবেন বাণিজ্য উপদেষ্টা।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত শুল্ক আলোচনা শেষ হয় ১১ জুলাই। দ্বিতীয় দফার এই আলোচনায় কিছু বিষয়ে অগ্রগতি হলেও বেশ কিছু ইস্যু এখনও নিষ্পত্তিহীন থাকায় চূড়ান্ত চুক্তি হয়নি।
এসআর
মন্তব্য করুন: