[email protected] শনিবার, ১২ জুলাই ২০২৫
২৮ আষাঢ় ১৪৩২

টানা বৃষ্টিতে বাজারে আগুন, কাঁচা মরিচে সবচেয়ে বেশি ঝাঁজ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১ জুলাই ২০২৫ ১২:৫২ পিএম

সংগৃহীত ছবি

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে টানা বৃষ্টির প্রভাবে সবজি ও মুরগির সরবরাহ কমে গেছে, যার প্রভাব পড়েছে বাজারে।

বেড়েছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম। সবচেয়ে বেশি বেড়েছে কাঁচা মরিচের দাম, যা এক সপ্তাহের ব্যবধানে দ্বিগুণেরও বেশি হয়েছে।

গতকাল (বৃহস্পতিবার) রাজধানীর রামপুরা, বাড্ডা, মহাখালী ও জোয়ারসাহারা কাঁচাবাজার ঘুরে দেখা গেছে, কাঁচা মরিচ খুচরায় বিক্রি হচ্ছে ২৬০ থেকে ৩২০ টাকা কেজি দরে। এক সপ্তাহ আগে এ দাম ছিল ৮০ থেকে ১২০ টাকা।

বাজারে অন্যান্য সবজির মধ্যে বেগুন বিক্রি হচ্ছে ৮০ থেকে ১২০ টাকা, করলা ৮০–১০০, কাঁকরোল, ঝিঙা ৮০, টমেটো ১৪০–১৬০, শসা ৬০, পটোল ৫০–৬০ টাকা কেজি দরে। লম্বা লাউ প্রতি পিস ৬০–৭০ টাকা এবং চালকুমড়া ৫০–৬০ টাকায় বিক্রি হচ্ছে।

সবজি বিক্রেতারা জানান, টানা বৃষ্টির কারণে ক্ষেত ডুবে যাওয়ায় সরবরাহ কমে গেছে। পাশাপাশি আড়তদার ও পাইকাররাও বৃষ্টিকে অজুহাত করে দাম বাড়িয়ে দিচ্ছেন।

রামপুরার খুচরা ক্রেতা পারভীন সুলতানা বলেন, ‘চার-পাঁচ দিন আগে ২৫ টাকা দিয়ে যে মরিচ কিনেছি, এখন ২৫০ গ্রাম নিতে হচ্ছে ৭০ টাকায়! এটা সাধারণ মানুষের ওপর অন্যায় চাপ।’

মুরগির বাজারেও বাড়তি চাপ। সোনালি মুরগি প্রতি কেজি ২৯০ থেকে ৩২০ টাকা এবং ব্রয়লার মুরগি ১৭০ থেকে ১৮০ টাকা দরে বিক্রি হচ্ছে। ডিমের দামও বেড়ে দাঁড়িয়েছে প্রতি ডজন ১৩০ টাকা। ব্যবসায়ীরা জানান, খামার থেকে মুরগি আনা কঠিন হয়ে পড়েছে, পরিবহন খরচও বেড়েছে।

পেঁয়াজ, আদা, রসুন ও ডালের বাজারেও বাড়তি চাপ দেখা গেছে। পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫৫–৬০ টাকা, দেশি আদা ১৩০–১৫০, রসুন ১২০–২০০ এবং মসুর ডাল (দেশি ও আমদানি করা) ১১৫–১৪০ টাকা কেজি দরে।

ফরিদপুরে কাঁচা মরিচ ২৪০ টাকা কেজি
ফরিদপুরে কাঁচা মরিচের কেজিপ্রতি দাম ২৪০ টাকা ছাড়িয়েছে। পাইকারি বাজারে প্রতি কেজি ১৮০–২০০ টাকায় বিক্রি হচ্ছে। জেলার চকবাজার, কানাইপুর, মধুখালী, আলফাডাঙ্গা, বোয়ালমারী ও ভাঙ্গা বাজারে এ চিত্র দেখা গেছে। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর