[email protected] শনিবার, ১২ জুলাই ২০২৫
২৮ আষাঢ় ১৪৩২

জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারাকাত গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১ জুলাই ২০২৫ ১:২৮ এএম

ফাইল ছবি

জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আবুল বারাকাতকে দুর্নীতির একটি মামলায় গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বৃহস্পতিবার (১০ জুলাই) রাত ১১টার দিকে রাজধানীর ধানমন্ডির ২ নম্বর রোডের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স শাখার উপকমিশনার মো. তালেবুর রহমান জানান, দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা এক মামলায় বারাকাতকে গ্রেপ্তার করে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। শুক্রবার সকালে তাকে দুদকের কাছে হস্তান্তর করা হবে।

গত ৩ জুন দুদকের উপপরিচালক নাজমুল হুসাইন বাদী হয়ে দায়ের করা মামলায় বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান, জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারাকাত, সাবেক পরিচালক জামাল উদ্দিন আহমেদসহ ২৩ জনকে আসামি করা হয়।

অভিযোগে বলা হয়, অ্যাননটেক্স গ্রুপের নামে জনতা ব্যাংক থেকে ভুয়া জামানতের ভিত্তিতে ২৯৭ কোটি টাকার ঋণ অনুমোদন, বিতরণ ও আত্মসাৎ করা হয়েছে।

দুদকের তদন্তে বারাকাতের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ঋণ জালিয়াতিতে সহায়তার প্রমাণ মেলে। তদন্ত শেষে তাকে জিজ্ঞাসাবাদের সিদ্ধান্ত নেয় দুদক, যার পরিপ্রেক্ষিতে গ্রেপ্তারের উদ্যোগ নেওয়া হয়। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর