[email protected] শনিবার, ১২ জুলাই ২০২৫
২৮ আষাঢ় ১৪৩২

নতুন উদ্যোক্তাদের জন্য ৪ শতাংশ সুদে ঋণ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০ জুলাই ২০২৫ ২:৫২ এএম

ফাইল ছবি

নতুন উদ্যোক্তা ও উদ্ভাবনী প্রকল্পে অর্থায়নের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক নিজস্ব অর্থায়নে ৫০০ কোটি টাকার একটি ‘স্টার্টআপ ঋণ তহবিল’ গঠন করেছে।

এই তহবিল থেকে উদ্যোক্তারা মাত্র ৪ শতাংশ সুদে ঋণ নিতে পারবেন।

এছাড়া, ২০২১ সালের পর থেকে প্রতিটি বাণিজ্যিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে তাদের বার্ষিক মুনাফার অন্তত ১ শতাংশ করে এই খাতে বরাদ্দ দিয়ে বিশেষ তহবিল গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।

বুধবার জারি করা কেন্দ্রীয় ব্যাংকের সার্কুলারে বলা হয়, নতুন উদ্যোক্তা, ভিন্নধর্মী ও সম্ভাবনাময় প্রকল্প, এবং ব্যবসা সম্প্রসারণে আগ্রহীদের এ তহবিল থেকে ঋণ দেওয়া হবে।

আগে যেখানে স্টার্টআপ ঋণের সীমা ছিল ১ কোটি টাকা, সেখানে এখন সর্বনিম্ন ২ কোটি থেকে সর্বোচ্চ ৮ কোটি টাকা পর্যন্ত ঋণ পাওয়া যাবে।

কারা আবেদন করতে পারবেন?

  • ২১ বছর বা তার বেশি বয়সী বাংলাদেশি নাগরিকরা।
  • একক মালিকানা কিংবা যৌথ উদ্যোগে থাকা প্রতিষ্ঠানগুলো।
  • যেসব স্টার্টআপ সরকারি/বেসরকারি প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয় কিংবা আন্তর্জাতিক সংস্থার বাছাই বা পুরস্কারপ্রাপ্ত, তারা অগ্রাধিকার পাবে।

নিবন্ধনের বয়স অনুযায়ী ঋণ সীমা:

  • ২ বছরের নিচে: সর্বোচ্চ ২ কোটি টাকা
  • ২-৬ বছরের মধ্যে: সর্বোচ্চ ৫ কোটি টাকা
  • ৬-১২ বছরের মধ্যে: সর্বোচ্চ ৮ কোটি টাকা

পরিশোধ ও শর্তাবলি:

  • সর্বোচ্চ ৮ বছরে ঋণ পরিশোধযোগ্য
  • গ্রেস পিরিয়ড: ৬ মাস থেকে ২ বছর
  • ঋণ নবায়ন: সর্বোচ্চ ৮ বছর পর্যন্ত
  • মেয়াদ ৮ বছরের বেশি হলে বাজারভিত্তিক সুদ হার প্রযোজ্য

যোগ্যতা:
শুধুমাত্র যেসব ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের খেলাপি ঋণের হার ১০ শতাংশের নিচে, তারাই এই তহবিল থেকে অর্থায়নে অংশ নিতে পারবে।

সার্কুলারে আরও বলা হয়, এই তহবিল হবে পুনঃঅর্থায়নযোগ্য। অর্থাৎ, গ্রাহকরা যে অর্থ ফেরত দেবেন, তা পুনরায় তহবিলে যুক্ত হয়ে নতুন উদ্যোক্তাকে ঋণ দেওয়ার জন্য ব্যবহার হবে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর