[email protected] বৃহঃস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫
১৩ ভাদ্র ১৪৩২

স্বর্ণের দাম কমলো, ভরিতে ১,৫৭৫ টাকা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৭ জুলাই ২০২৫ ১০:১২ পিএম

ফাইল ছবি

দেশের বাজারে স্বর্ণের দাম কমেছে। সবচেয়ে ভালো মানের স্বর্ণ ২২ ক্যারেটের প্রতি ভরিতে ১,৫৭৫ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭০ হাজার ৫৫১ টাকা।

সোমবার (৭ জুলাই) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন এই মূল্য মঙ্গলবার (৮ জুলাই) থেকে কার্যকর হয়েছে।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন দাম অনুযায়ী, বিভিন্ন মানের স্বর্ণের দাম দাঁড়িয়েছে:

  • ২২ ক্যারেট : ১,৭০,৫৫১ টাকা
  • ২১ ক্যারেট : ১,৬২,৭৯৪ টাকা
  • ১৮ ক্যারেট : ১,৩৯,৫৪৮ টাকা
  • সনাতন পদ্ধতি : ১,১৫,৩৯২ টাকা (প্রতি ভরি)

এছাড়া স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫% ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬% মজুরি যুক্ত করতে হবে। গহনার ডিজাইন ও মান অনুযায়ী মজুরি ভিন্ন হতে পারে।

উল্লেখ্য, সর্বশেষ ১ জুলাই স্বর্ণের দাম ভরিতে ১,৮৯০ টাকা বাড়ানো হয়েছিল। তখন ২২ ক্যারেটের ভরিপ্রতি দাম ছিল ১ লাখ ৭২ হাজার ১২৬ টাকা। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর